অন্যান্য

হোমনাকে জেলা ঘোষণার দাবিতে মানববন্ধন ও সমাবেশ

  প্রতিনিধি 21 December 2024 , 3:51:18 প্রিন্ট সংস্করণ

 

মো. তারিকুল ইসলাম, হোমনা (কুমিল্লা)

 

কুমিল্লার হোমনা উপজেলাকে জেলা ঘোষণার দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে হোমনা জেলা বাস্তবায়ন সংগ্রাম পরিষদ।

 

শনিবার ২১ ডিসেম্বর উপজেলা সদরের পৌর সুপার মার্কেটের সামনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। মানববন্ধন শেষে সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক মো. কামাল হোসেন।

 

সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি চন্দন লাল রায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মো. ইউনুছ আহম্মেদ, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মাওলানা কাজী ইব্রাহিম, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আক্তার হোসেন, হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লুৎফর রহমান, সাংবাদিক ও কবি দেলোয়ার, হোমনা জেলা বাস্তবায়ন সংগ্রাম পরিষদের সদস্য মো. আসাদুল ইসলাম রফিক, মো. সাইদুল ইসলাম এবং হোমনা সরকারি কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক মো. নাইম হাসান।

 

বক্তারা হোমনার চারপাশের উপজেলা পশ্চিমে মেঘনা, দক্ষিণে তিতাস, পূর্বে মুরাদনগর এবং উত্তরে বি-বাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলাকে অন্তর্ভুক্ত করে হোমনাকে জেলা ঘোষণার দাবি জানান।

 

বক্তারা আরও বলেন, দীর্ঘদিন ধরে অবহেলিত হোমনাকে জেলা হিসেবে ঘোষণা করা হলে এলাকার মানুষের উন্নয়ন ত্বরান্বিত হবে। এ দাবির প্রতি দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ