অপরাধ

হোমনায় অবৈধভাবে ফসলি জমির মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা 

  প্রতিনিধি 16 January 2025 , 1:27:44 প্রিন্ট সংস্করণ

 

 

মোঃ তারিকুল ইসলাম, হোমনা প্রতিনিধি

কুমিল্লার হোমনায় ফসলি জমি থেকে ভ্যাকু মেশিন দিয়ে অবৈধভাবে মাটি কাটার দায়ে সাইফুল ইসলাম নামে একজনকে ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।

 

বৃহস্পতিবার (১৬ জানুয়ারী) বেলা সাড়ে ৩ টার দিকে উপজেলার চান্দেরচর ইউনিয়নের চান্দেরচর গ্রামে এক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আহাম্মেদ মোফাচ্ছের।

 

জানা যায়, হোমনা উপজেলার চান্দেরচর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের দক্ষিণপাড়া একটি ফসলি জমি থেকে অবৈধভাবে প্রশাসনের অনুমতি ব্যতীত খনন করছে এমন সংবাদের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঘটনাস্থলে ছুটে যান এবং ঘটনাস্থলে গিয়ে সাইফুল ইসলাম কে ৫০ হাজার টাকা জরিমানা করেন।

অর্থদণ্ড পাওয়া সাইফুল ইসলাম উপজেলার চান্দেরচর ইউনিয়নের চান্দেরচর গ্রামের ৭ নং ওয়ার্ডের দক্ষিণপাড়ার মোঃ এনু খন্দকার এর ছেলে।

অভিযানের সময় হোমনা থানার পুলিশ ও সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আহাম্মেদ মোফাচ্ছের বলেন, অনুমতি ছাড়া কোনো ফসিল জমির মাটি কাটা যাবেনা। আইন অমান্যকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।

 

বার্তা প্রেরক

মোঃ তারিকুল ইসলাম (তারেক)

হোমনা,কুমিল্লা

মোবাইল: ০১৭৫৭৯৮০০৩১

তারিখ :১৬/০১/২৫

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ