মোঃ তারিকুল ইসলাম, হোমনা প্রতিনিধি
কুমিল্লার হোমনায় শুক্রবার (২৭ ডিসেম্বর) সকালে উদীচী শিল্পীগোষ্ঠী হোমনা শাখার প্রথম দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। হোমনা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন হয়।
পরে গোপাল জিউর আখড়া মিলনায়তনে আলোচনা সভা, কাউন্সিল এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উদীচী শিল্পীগোষ্ঠী হোমনা শাখার আহ্বায়ক আহমেদ উল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর কুমিল্লা জেলা সংসদের সভাপতি এবং কেন্দ্রীয় কমিটির সদস্য শেখ ফরিদ আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হোমনা ফ্রেন্স ক্লাবের সাধারণ সম্পাদক বাবু চন্দন লাল রায়, বীর মুক্তিযোদ্ধা সৈকত হোসেন বাবুল, উদীচী কুমিল্লা শাখার সহ-সভাপতি রত্না সাহা এবং সাধারণ সম্পাদক কাকলী দত্ত।
হোমনা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক কবি দেলোয়ার এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ইকবাল হোসেন সজিব, প্রভাষক, হোমনা ডিগ্রি কলেজ, মোঃ আতিকুর রহমান ভূইয়া, শিক্ষক, মাথাভাঙ্গা উচ্চ বিদ্যালয়, মোঃ রাহিদ হাসান দাদন, শিক্ষক, হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয়, শান্তি রঞ্জন সূত্রধর, শিক্ষক, হোমনা শিল্পকলা একাডেমি, শরীফ সরকার, শিক্ষক, ঘারমোড়া উচ্চ বিদ্যালয়, মোঃ শফিকুল ইসলাম মুন্না, ক্রীড়া সম্পাদক, হোমনা প্রেসক্লাব, মোঃ তারিকুল ইসলাম (তারেক), দপ্তর সম্পাদক, হোমনা প্রেসক্লাব, মোহাম্মদ শাহজামান শুভ, শিক্ষক, বাতাকান্দি উচ্চ বিদ্যালয়।
এছাড়াও অনুষ্ঠানে সাংবাদিক হালিম সৈকত, শিল্পী জীবন, আইরিন আক্তার ডেইজি, মোঃ ফয়সাল আহমেদ স্বপনীল, মোঃ মেহেদী হাসানসহ উদীচী শিল্পীগোষ্ঠীর সদস্যরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা দিয়ে সম্মেলন শেষ হয়।