অন্যান্য

হোমনায় গণ অধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন:

  প্রতিনিধি 27 October 2024 , 2:44:09 প্রিন্ট সংস্করণ

মোঃ তারিকুল ইসলাম, হোমনা (কুমিল্লা) প্রতিনিধি

গণতন্ত্র ও নাগরিক অধিকারের অগ্রযাত্রায় নতুন প্রতিশ্রুতিতে কুমিল্লার হোমনায় ২৬ অক্টোবর শনিবার গণ অধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপন ও বর্ণাঢ্য র‍্যালী অনুষ্ঠিত হয়।

হোমনা বাসস্ট্যান্ড এলাকায় আয়োজিত এই অনুষ্ঠানে রাজনৈতিক, সামাজিক এবং নাগরিক অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়েছে। সভায় বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এবং সদস্যরা অংশগ্রহণ করেন এবং গণতন্ত্র, ন্যায়বিচার ও মানবাধিকার সুরক্ষায় সংস্থাটির অগ্রযাত্রা ও সাফল্য উদযাপন করেন।

উক্ত অনুষ্ঠানে মোঃ সাইফুল ইসলাম দুলাল, সবেক সভাপতি, গণ অধিকার পরিষদ হোমনা, রাজু আহমেদ সরকার, হোমনা পৌর সাধারণ সম্পাদক, মোঃ নজরুল আমিন, কুমিল্লা জেলা যুগ্ম আহবায়ক, আঃ রহিম, সদস্য সচিব, কুমিল্লা জেলা, শ্রমিক অধিকার পরিষদ, মোঃ সেলিম, সাধারণ সম্পাদক, হোমনা, মোঃ মনিরুল হক সরকার, যুগ্ম আহবায়ক, হোমনা, মাসুদ পারভেজ, মাথাভাঙ্গা ইউনিয়ন সভাপতি, মোঃ স্বাধীন, সিনিয়র সহ-সভাভপতি, যুব অধিকার পরিষদ, মোঃ নাছির উদ্দিন পাঠান, যুগ্ম সদস্য হোমনা, তানভির ইসলাম আলিফ, যুব অধিকার পরিষদ, সফিক পাঠান, সিনিয়র সদস্য, ইমরান হোসেন, সাবেক অর্থ বিষয়ক সম্পাদক যুব অধিকার পরিষদ, এছাড়াও আরো অনেক নেতৃবৃন্দসহ কয়েক শতাধিক কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠা বার্ষিকীর এই বিশেষ আয়োজনে পরিষদের শীর্ষ নেতৃবৃন্দ দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, নাগরিক অধিকার সংকট এবং গণতন্ত্রের চ্যালেঞ্জগুলো নিয়ে বক্তব্য রাখেন। তারা বলেন, দেশের সব শ্রেণির মানুষের অধিকার সুরক্ষায় গণ অধিকার পরিষদ বরাবরই আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে এবং এ প্রচেষ্টা আগামীতে আরও বেগবান হবে।

এ সময় পরিষদের প্রধান বলেন, “গণ অধিকার পরিষদের লক্ষ্য হলো একটি শক্তিশালী গণতান্ত্রিক কাঠামো প্রতিষ্ঠা করা, যেখানে প্রতিটি নাগরিকের অধিকার সম্মানিত হবে এবং সুরক্ষিত থাকবে। এই ৩ বছরে আমরা অনেক বাধা পেরিয়ে এসেছি, কিন্তু জনগণের জন্য আমাদের লড়াই অব্যাহত থাকবে।

গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দ জানান, প্রতিষ্ঠার শুরু থেকে এই সংস্থা মানবাধিকার রক্ষায় ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। দেশের গণতন্ত্রের চর্চাকে আরও শক্তিশালী ও কার্যকর করার লক্ষ্যে আগামী দিনে আরও ব্যাপক উদ্যোগ গ্রহণের ঘোষণা দেন তারা।

এভাবে ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনের মাধ্যমে গণ অধিকার পরিষদ দেশের গণতন্ত্র ও নাগরিক অধিকারের অগ্রযাত্রায় নতুন পথচলার প্রতিশ্রুতি নিয়ে সামনে এগিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করে।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ