অন্যান্য

হোমনায় জাতীয় পার্টির ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

  প্রতিনিধি 2 January 2025 , 2:54:21 প্রিন্ট সংস্করণ

 

মোঃ তারিকুল ইসলাম, হোমনা প্রতিনিধি

কুমিল্লার হোমনায় জাতীয় পার্টির ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

০২ জানুয়ারি বিকেলে হোমনা পার্টি অফিসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আলহাজ্ব মোঃ আমির হোসেন ভূঁইয়া, সাবেক সংসদ সদস্য ও সভাপতি, জাতীয় পার্টি কুমিল্লা উত্তর জেলা। সভাপতিত্ব করেন এটিএম মঞ্জুরুল ইসলাম শামীম, কেন্দ্রীয় সদস্য ও সভাপতি, জাতীয় পার্টি হোমনা উপজেলা।

 

অনুষ্ঠান সঞ্চালনা করেন মোঃ ডাঃ আলামিন শিকদার শাওন, সাধারণ সম্পাদক, হোমনা পৌর জাতীয় পার্টি। এসময় বক্তব্য রাখেন আলহাজ মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক, জাতীয় পার্টি তিতাস উপজেলা; ইমাম হোসেন, সভাপতি মজিদপুর ইউনিয়ন, তিতাস; বশির আহমেদ, সভাপতি নিলখী ইউনিয়ন, হোমনা; সরকার মুকুল মাহমুদ, সভাপতি, জাতীয় যুব সংহতি, হোমনা; মোঃ খোরশেদ আলম ভূঁইয়া, সাধারণ সম্পাদক নিলখী ইউনিয়ন; এবং মোঃ মনির হোসেন, সাধারণ সম্পাদক আসাদপুর ইউনিয়ন, হোমনা।

 

অনুষ্ঠানে জাতীয় পার্টির নেতা-কর্মী, সমর্থক এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

 

মিলাদ ও দোয়া-মোনাজাত পরিচালনা করেন দেলোয়ার হোসেন দুলাল, সভাপতি, পৌর ওলামা পার্টি, হোমনা। দোয়া শেষে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ