মোঃ তারিকুল ইসলাম, হোমনা (কুমিল্লা) প্রতিনিধি
"মাসলাক যার যার, দ্বীন ইসলাম সবার"—এই ঐক্যের স্লোগানকে সামনে রেখে কুমিল্লার হোমনা উপজেলায় ইসলামি সমমনা দলের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
৪ জুলাই শুক্রবার সকাল ৬টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী হোমনা উপজেলা কার্যালয়ে বর্তমান প্রেক্ষাপটে ইসলামি সমমনা দলের এক মতবিনিময় সভার আয়োজন করে ওলামা মাশায়েখ পরিষদ, হোমনা উপজেলা শাখা। সভায় উপজেলার বিভিন্ন ইসলামি সংগঠনের নেতৃবৃন্দ, আলেম-ওলামা, মাদরাসাশিক্ষক ও দ্বীনদার শ্রেণির প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
এতে সভাপতিত্ব করেন ওলামা মাশায়েখ পরিষদের সভাপতি সহকারি অধ্যাপক মাওলানা মনিরুল ইসলাম।
বক্তব্য ও মতামত পেশ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী হোমনা উপজেলার আমির কাজী মাওলানা সাইদুল হক, ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা পশ্চিমের সভাপতি হাফেজ মাওলানা তাজুল ইসলাম, কুমিল্লা উত্তরের ওলামা মাশায়েখ বিভাগের সভাপতি মাওলানা মিজানুর রহমান আতিকি, বাংলাদেশ খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আবদুল মজিদ মোল্লা, হেফাজতে ইসলামের উপজেলা সেক্রেটারী ও ইমাম সমিতির সভাপতি হাফেজ ইব্রাহিম, হাফেজ আব্দুস সালাম কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ইসলামী ফ্রন্ট, মাওলানা শাখওয়াত হোসেন, মাওলানা কাজী ইব্রাহিম, মাওলানা মোহাম্মদ আজিজুর রহমান, মাওলানা সালাউদ্দিন, মাওলানা মোহাম্মদ উল্লাহ, সুপার মাওলানা জাকারিয়া, মাওলানা জায়েদুল ইসলাম মজুমদার, সুপার মাওলানা জামাল উদ্দিন সভাপতি হোমনা পৌরসভা হিজবুল্লাহ, মাওলানা মিজানুর রহমান আলোকী, মাওলানা রুহুল আমিন, মাওলানা আরিফুর ইসলাম সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ হোমনা উপজেলা শাখা, মুফতি হাসানুর রহমান রাব্বানী, মাওঃ জালাল উদ্দিন রুমি, মাওলানা সালমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, মত-পথের ভিন্নতা থাকলেও ইসলামপন্থী শক্তিগুলোর মধ্যে একটি ঐক্যবদ্ধ কর্মধারা গড়ে তোলা সময়ের দাবি। ইসলামবিরোধী অপচেষ্টা প্রতিরোধে সকল সংগঠনকে আন্তরিকভাবে একত্রে কাজ করার আহ্বান জানান বক্তারা।
তারা আরো বলেন, “দ্বীন ইসলাম সবার জন্য। বিভেদ নয়, বরং সহমর্মিতা ও সৌহার্দ্যই হতে হবে আমাদের পথ।” সভা শেষে ইসলামী ঐক্য, দেশ ও জাতির কল্যাণ এবং দ্বীন প্রতিষ্ঠার জন্য বিশেষ মোনাজাত করা হয়।