অন্যান্য

হোমনায় বিএনপির কমিটি গঠনে অভ্যন্তরীণ বিরোধের প্রকাশ্য দ্বন্দ্ব

  প্রতিনিধি 27 October 2024 , 2:35:36 প্রিন্ট সংস্করণ

মোঃ তারিকুল ইসলাম, হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার হোমনা উপজেলা বিএনপি ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি গঠন নিয়ে দলের মধ্যে অভ্যন্তরীণ বিরোধ দেখা দিয়েছে।

গতকাল বৃহস্পতিবার কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আক্তারুজ্জামান সরকার ও সদস্য সচিব এ এফ এম তারেক মুন্সীর স্বাক্ষরিত হোমনা উপজেলা বিএনপির ৫১ সদস্য এবং পৌর বিএনপির ৪১ সদস্যের কমিটি অনুমোদন দেওয়া হয়। উক্ত কমিটিতে বিএনপির আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান জহিরুল হক জহর, যুগ্ম আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আজিজুর রহমান মোল্লা এবং পৌর বিএনপির সদস্য সচিব ও সাবেক সাধারণ সম্পাদক মো. শাহ আলমকে বাদ দেওয়া হয়েছে। কমিটির তালিকা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশিত হলে দলীয় নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।

শনিবার (২৬ অক্টোবর) নবগঠিত উপজেলা ও পৌর বিএনপির কমিটি স্থগিত ও বাতিলের দাবিতে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে বিএনপির একাংশ।

উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে বিএনপির আহ্বায়ক জহিরুল হক জহরের সভাপতিত্বে, পৌর বিএনপির সদস্য সচিব মো. শাহ আলমের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মো. আজিজুর রহমান মোল্লা, যুগ্ম আহ্বায়ক মো. আলমগীর সরকার, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. মজিবুর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান আবদুল আজিজ খন্দকার, সামসুদ্দিন আহমেদ, গাজী মো. মহসীন, আবু নাসের ওয়াহেদ সম্পদ, মোসলেম উদ্দিন, নুরুজ্জামান মিন্টু, জহিরুল ইসলাম মোল্লা, ঘারমোড়া ইউপি চেয়ারম্যান ও যুগ্ম আহ্বায়ক মো. শাহজাহান মোল্লা, মো. রাজু আহম্মেদ রাজ মিয়া, ব্যারিস্টার উজ্জ্বল, মো. ওমর ফারুক ভূঁইয়া, কুমিল্লা উত্তর জেলা কৃষকদলের আহ্বায়ক মো. মজিবুর রহমান, ইউনিয়ন বিএনপির সভাপতি মো. গোলাম মাওলা এবং বিএনপি নেতা ইয়া মুছা, মো. দুলাল সরকার, হাজী মোক্তার হোসেন, সেলিম কায়সার, মো. আল আমিন প্রমুখ।

প্রতিবাদ সমাবেশে বক্তারা কুমিল্লা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়াকে দোষারোপ করে বলেন, দলীয় ক্ষমতালোভী হয়ে তিনি দলের ত্যাগী নেতাদের বাদ দিয়ে পছন্দের লোকজনকে কমিটিতে স্থান দিয়েছেন। বক্তারা অবিলম্বে কুমিল্লা উত্তর জেলা বিএনপির প্রথম মেয়াদোত্তীর্ণ কমিটি বাতিল এবং গ্রহণযোগ্য নতুন কমিটি গঠনের দাবি জানান।

অপরদিকে নবগঠিত কমিটির আহ্বায়ক মো. মহিউদ্দিন, সদস্য সচিব মোজাম্মেল হক মুকুল, পৌর কমিটির আহ্বায়ক মো. ছানাউল্লাহ সরকার ও সদস্য সচিব মো. নজরুল ইসলামের নেতৃত্বে নবগঠিত কমিটির নেতৃবৃন্দ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মরহুম এম কে আনোয়ার সাহেবের কবর জিয়ারত করেন এবং জেলা কমিটির নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে আনন্দ মিছিল ও সমাবেশ করেন। সেখানে বিএনপির একাংশের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

এই বিরোধে দলের অভ্যন্তরীণ বিভাজন প্রকাশ্যে এসেছে, যা দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে পারে এবং দলীয় কর্মকাণ্ডে বাধা সৃষ্টি করার আশঙ্কা রয়েছে।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ