মোঃ তারিকুল ইসলাম, হোমনা প্রতিনিধি:
কুমিল্লার হোমনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে এক অনুপ্রেরণাদায়ক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৫শে মার্চ (মঙ্গলবার) হোমনা উপজেলা শাখার আয়োজনে হোমনা কফিল উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে নিহত ও আহতদের স্মরণে আয়োজিত এই অনুষ্ঠানে উপজেলার প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষক, স্বেচ্ছাসেবী, বিশিষ্ট ব্যক্তিবর্গসহ নানা শ্রেণি-পেশার মানুষ একত্রিত হন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের পাশাপাশি উপস্থিত সবাই আন্দোলনের আদর্শ ও লক্ষ্য নিয়ে আলোচনা করেন।
এসময় বক্তারা বলেন, বৈষম্যবিরোধী সংগ্রাম শুধু একটি আন্দোলন নয়, এটি একটি ন্যায়বিচারের ডাক। ছাত্রসমাজের দৃঢ় অবস্থান এবং ঐক্যবদ্ধ প্রচেষ্টাই সমাজে সুবিচার প্রতিষ্ঠা করতে পারে।
পরে, গণ-অভ্যুত্থানে আত্মদানকারী শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও উন্নতির জন্য মোনাজাত করা হয়।
আয়োজকরা জানান, বৈষম্য দূরীকরণে ছাত্র আন্দোলন তাদের কর্মসূচি অব্যাহত রাখবে এবং ন্যায়বিচারের জন্য সোচ্চার থাকবে। ইফতার মাহফিলের মাধ্যমে ছাত্রদের মধ্যে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি একতা ও সৌহার্দ্যের বার্তা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে।