কুমিল্লার হোমনায় মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)এর প্রতি কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে হোমনা কৃষি প্রশিক্ষণ ইন্সটিটিউটের শিক্ষার্থী গোবিন্দ মজুমদার এর সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মোঃ আব্দুস সাত্তার ভূইয়া, সুপার, হোমনা ইসলামিয়া দাখিল মাদ্রাসা এর নেতৃতে ২৮ অক্টোবর সকাল সাড়ে ১০টার দিকে বিক্ষোভ মিছিলটি হোমনা ইসলামিয়া দাখিল মাদ্রাসা থেকে বের হয়ে হোমনা উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে হোমনা পৌর মার্কেটে এসে অবস্থান সমাবেশ করেন।
এ সসময় গোবিন্দ মজুমদার এর সর্বোচ্চ শাস্তির দাবি করে উপস্থিত বক্তারা বক্তব্য রাখেন, মোঃ আব্দুস সাত্তার ভূইয়া, সুপার, হোমনা ইসলামিয়া দাখিল মাদ্রাসা, মাওঃ মোঃ আব্দুস সালাম, মোঃ সফিকুল ইসলাম, ইঞ্জিনিয়ার বাহাউদ্দিন, মাওঃ নেছার উদ্দিন।
উক্ত ভিক্ষোভ মিছিলে আহলে সুন্নাত ওয়াল জামাত, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, যুবসেনা ও ছাত্রসেনা, হোমনা ইসলামিয়া দাখিল মাদ্রাসা, কাদেরিয়া তৈয়্যবিয়া হাফিজিয়া এতিমখানা মাদ্রাসার ছাত্র-শিক্ষকসহ কয়েক সহশ্রাধিক ছাত্র-জনতা উপস্থিত ছিলেন।
পরে নবীজির শানে মিলাদ শরীফ ও দোয়া মোনাজাতের মাধ্য দিয়ে ভিক্ষোভ মিছিল ও সমাবেশ সমাপ্ত করেন। দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওঃ আব্দুস সাত্তার ভুইয়া, সুপার, হোমনা ইসলামিয়া দাখিল মাদ্রাসা।