প্রতিনিধি 9 April 2025 , 7:16:51 প্রিন্ট সংস্করণ
মোঃ তারিকুল ইসলাম,(হোমনা):
“এসো মিলি প্রাণের টানে, মানবিক বন্ধনে”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার হোমনায় হোমনা যুব স্বেচ্ছাসেবী ফোরাম (HYVF), এর আয়োজনে অনুষ্ঠিত হয়েছে হোমনা যুব স্বেচ্ছাসেবী ফোরাম, চান্দেরচর ইউনিয়নের নবগঠিত কমিটির পরিচিতি ও আলোচনা সভা।
৮ এপ্রিল মঙ্গলবার বিকেলে চান্দেরচর দারুল ইসলাম আলিম মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন মোঃ সামসুজ্জামান, উপপরিচালক, যুব উন্নয়ন অধিদপ্তর, কুমিল্লা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হোমনা প্রেসক্লাবের সভাপতি আবদুল হক সরকার এবং হোমনা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আক্তার হোসেন।
এছাড়াও অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন: মোঃ আবু তাহের, সাবেক অধ্যক্ষ, চান্দেরচর আলিম মাদ্রাসা মো. আলামিন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক, মাথাভাঙ্গা ইউনিয়ন, আকরাম হোসেন, সভাপতি, মাথাভাঙ্গা ইউনিয়ন, মো. আলামিন শাহেদ, সাহিত্য ও পাঠাগার সম্পাদক, হোমনা প্রেসক্লাব, মো. আলাউদ্দিন, ত্রাণ ও দুর্যোগ সম্পাদক, হোমনা প্রেসক্লাব, মো. তারিকুল ইসলাম তারেক, দপ্তর সম্পাদক, হোমনা প্রেসক্লাব, প্রমূখ।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হোমনা যুব স্বেচ্ছাসেবী ফোরাম, চান্দেরচর ইউনিয়নের সভাপতি ও পোল্যান্ডের আবরা বিডি গ্রুপের চেয়ারম্যান রোবায়েত আহম্মেদ (জয়),অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফোরামের সাধারণ সম্পাদক শাহিন আহমেদ আবির এবং সহ-সঞ্চালনায় ছিলেন সিনিয়র সহ-সভাপতি মো: ফয়েজ আহমেদ।
আলোচনা সভায় বক্তারা নবগঠিত কমিটির সফলতা কামনা করেন এবং সমাজসেবামূলক কর্মকাণ্ডে তরুণদের আরও বেশি করে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।