অপরাধ

হোমনায় শিশুর দন্ত চিকিৎসায় গাফিলতি: ভালো দাঁত তুলে ফেলার অভিযোগ

  প্রতিনিধি 3 February 2025 , 9:07:35 প্রিন্ট সংস্করণ

 

হোমনা প্রতিনিধি

কুমিল্লার হোমনায় দাঁতের ভুল চিকিৎসার অভিযোগে এক ডেন্টাল চিকিৎসককে অবরুদ্ধ করেছে স্থানীয় জনতা।

 

রবিবার (২ ফেব্রুয়ারি) বিকালে হোমনা সদরের “তাহেরী ডেন্টাল কেয়ার”–এর মালিক মো. আল মামুন আট বছর বয়সী লাইভা ইসলাম নামের এক শিশুর ভালো দাঁত ভুলবশত তুলে ফেলেন। লাইভা ইসলাম হোমনা পূর্বপাড়ার মো. মাইন উদ্দিন মিয়ার মেয়ে।

 

শিশুটির দাদা মো. ফরহাদ হোসেন জানান, “আমার নাতনির যে দাঁত তোলার প্রয়োজন ছিল, সেটি না তুলে ডাক্তার ভালো দাঁত তুলে ফেলেন। এরপর প্রচুর রক্তক্ষরণ শুরু হলে আমরা বিষয়টি বুঝতে পারি।”

 

ঘটনাটি জানাজানি হলে স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে ডেন্টাল কেয়ারের মালিক ও চিকিৎসক আল মামুনকে অবরুদ্ধ করে রাখেন। খবর পেয়ে হোমনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনাস্থলে যান এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

 

পরে শিশুটিকে অন্য একটি ডেন্টাল ক্লিনিকে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয়। এ ঘটনায় স্থানীয়দের মাঝে ক্ষোভ বিরাজ করছে।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ