প্রতিনিধি 18 September 2024 , 5:36:40 প্রিন্ট সংস্করণ
মোঃ তারিকুল ইসলাম,
কুমিল্লার হোমনা থানার নবাগত ওসি মো. জাবেদ উল ইসলামের সাথে দেশের বর্তমান প্রেক্ষাপটসহ বিভিন্ন বিষয়াদি নিয়ে মুক্ত আলোচনা ও মতবিনিময় হয়েছে। বুধবার ১৮ সেপ্টেম্বর সন্ধ্যায় হোমনা থানার নবনিযুক্ত অফিসার ইনচার্জ মো. জাবেদ উল ইসলামের অফিস কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত মতবিনিময় সভায় সকল সাংবাদিকবৃন্দ তাদের নিজ নিজ অভিপ্রায় ব্যক্ত করেন।
সাংবাদিকদের সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে যেন একে অপরকে সঠিক ও নির্ভুল তথ্য দিয়ে সহযোগিতা করা হয় সে বিষয়টি গুরুত্বারোপ করেন নবাগত ওসি মো. জাবেদ উল ইসলাম।
সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের সহযোগিতা পেলে হোমনা থানা এলাকা থেকে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, বাল্যবিবাহ, ইভটিজিং চাঁদাবাজি ও দালাল মুক্ত করব ইনশাল্লাহ। ন্যায় বিচার প্রতিষ্ঠায় সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন এবং হোমনা থানা এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তথ্য দিয়ে সহায়তা করার জন্য সবার প্রতি আহবান জানান।
মো. জাবেদ উল ইসলাম মঙ্গলবার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে হোমনা থানায় যোগদান করেন।
এর আগে তিনি কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার দেবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ হিসেবে কর্মরত ছিলেন। তিনি ২০০৭ সালে উপ-পরিদর্শক পদে পুলিশে যোগদান করে কর্মময় জীবন শুরু করেন।
ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত ও দুই ছেলের জনক। স্ত্রী শিক্ষকতা পেশায় নিয়োজিত আছেন।
তিনি চট্রগ্রাম জেলার হাটহাজারী উপজেলার স্থায়ী বাসিন্দা।