অন্যান্য

হোমনার দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার

  প্রতিনিধি 20 October 2024 , 6:18:58 প্রিন্ট সংস্করণ

হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার তিতাস থানায় দায়ের করা এক মামলায় হোমনার দুই আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে অভিযান চালিয়ে তাদের বাড়ি থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- হোমনা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও হোমনা পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন মোসলেম এবং হোমনা উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সাবেক সভাপতি ও হোমনা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন সরকার।

জানা গেছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় বাধা প্রদান, মারধর ও ভাঙচুরের ঘটনায় তিতাস উপজেলার কড়িকান্দি গ্রামের আঃ রহিমের ছেলে জামির বাদী হয়ে তিতাস থানায় মামলা দায়ের করেন। মামলায় তিতাসের সাবেক দুই সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যানসহ ১৪২ জনের নাম উল্লেখ করা হয় এবং ১৫০-২০০ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়। মামলা নম্বর ৩, তারিখ ৫/৯/২০২৪।

গ্রেফতারকৃতদের অজ্ঞাত আসামি হিসেবে দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। হোমনা থানার ওসি (তদন্ত) মো. জাহাঙ্গীর আলম জানান, তিতাস থানার অনুরোধে এই গ্রেফতার কার্যক্রম সম্পন্ন করা হয় এবং তিতাস থানাকে সহযোগিতা করা হয়েছে।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ