অন্যান্য

হ্নীলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্বভার গ্রহণ করলেন মোঃ আলী মেম্বার

  প্রতিনিধি 12 February 2025 , 9:40:56 প্রিন্ট সংস্করণ

জামাল উদ্দীন, 
কক্সবাজার টেকনাফ হ্নীলা ১২ফেব্রুয়ারী সকাল সাড়ে ১০টারদিকে এলাকার ভোটার, দলীয় নেকাকর্মী ও শুভাকাংখীরা গাড়ির বহর নিয়ে কক্সবাজার হতে আসার পথিমধ্যে মোঃ আলী মেম্বারকে ফুলের তোড়া দিয়ে বরণ করেন। এরপর বহরটি হ্নীলা ইউনিয়ন পরিষদে এসে আলোচনা সভায় মিলিত হয়। এতে মোঃ আলী মেম্বার এই ইউনিয়নকে উন্নত,সমৃদ্ধশালী ও শান্তিপূর্ণ বসবাসের উপযোগী করতে সকলের পরামর্শক্রমে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
উল্লেখ্য, গত ১০ ফেব্রুয়ারী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার শাখার কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয় স্মারক নং-০৫.২০.২২০০. ১২৬.০৬.০৩১.২০২৪ মূলে জারিকৃত জেলা প্রশাসক মোঃ সালাহ উদ্দিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে উক্ত ক্ষমতা অর্পন করা হয়।
ইতিপূর্বে হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান দীর্ঘদিন ধরে পরিষদে অনুপস্থিত থাকায় ইউনিয়ন পরিষদের দৈনন্দিন কার্যক্রম ও জনসেবা বিঘ্ন হচ্ছে মর্মে উপজেলা নির্বাহী অফিসার টেকনাফ, কক্সবাজার এক স্মারক মূলে নবগঠিত প্যানেল চেয়ারম্যান-১ মোঃ আলী মেম্বারকে প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা অর্পনের জন্য পত্র প্রেরণের প্রেক্ষিতে সহকারী কমিশনার (ভূমি), টেকনাফ কে প্রশাসক নিয়োগ দেয়া হয়।
পরবর্তীতে হ্নীলা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কার্যক্রম আরো সুষ্ঠু ও কার্যতভাবে পরিচালনার জন্য প্রশাসকের পরিবর্তে নবগঠিত প্যানেল চেয়ারম্যান-১ কে আর্থিক ও প্রশাসনিক দায়িত্ব অর্পনের জন্য হ্নীলা ইউনিয়নের সর্বস্থরের জনগণের পক্ষে মোঃ সায়েমুল ইসলাম সায়েম ও অপরাপর ৫৫ জনের স্বাক্ষরিত এক আবেদনের পরিপ্রেক্ষিতে উদ্ভুদ্ধ পরিস্থিতিতে হ্নীলা ইউনিয়ন পরিষদের দৈনন্দিন কর্যক্রম সুষ্ঠভাবে পরিচালনা ও জনসেবা অব্যাহত রাখার স্বার্থে উপরোল্লিখিত স্বারক মূলে জারিকৃত প্রজ্ঞাপনের মাধ্যমে নবগঠিত প্যানেল চেয়ারম্যান -১ মোঃ আলী মেম্বার এর অনুকূলে প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা অর্পন করা হয়।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ