অন্যান্য

০৬ বোতল ফেনসিডিল ও একটি মটর সাইকেল সহ আটক।

  প্রতিনিধি 16 March 2025 , 8:08:20 প্রিন্ট সংস্করণ

 

মোঃ সফিকুল ইসলাম মাদারগঞ্জ কচাকাটা প্রতিনিধি।

 

কুড়িগ্রাম জেলার নাগেশ্বরীতে বিষেশ অভিজানে দুই মাদক ব্যবসায়ীকে,০৬ বতোল ফেনসিডিল ও একটি মটর সাইকেল সহ আটক করেছে নাগেশ্বরী থানার পুলিশ।

 

সন্ধ্যা ০৭,৩০মিটের সময়,ঘটনাস্থান,০৭ নং নেওয়াশী ইউনিয়ন হিরার ভিটা গ্রামে আব্দুল কাদের পিতা সোহরাব আলীর বাড়ি সংলগ্ন পাকা রাস্তার উপর থেকে তাদেরকে আটক করা হয়। গ্রের্প্তার কৃত আসামী মোঃরফিকুল ইসলাম ২৮ পিতা মৃত ইসমাইল হোসেন মাতা মোছাঃ রোকেয়া বেগম। মোঃ আনিছুর রহমান ৩৩ পিতা মোঃ রিয়াজ উদ্দিন। মাতা মৃত মোছাঃ আছিয়া বেগম। উভয়ের ঠিকানা চিলকির পার ভিতরবন্দ ইউনিয়ন।

 

 

 

 

 

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ