সৈয়দ মোঃ ইমরান হোসেন
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় রিনা আক্তার (২৬) নামে দুই সন্তানের জননীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৪ জুলাই) উপজেলার পোমরা ইউনিয়নের পশ্চিম পোমরা নবাবীপাড়ায় নিজ স্বামীর বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত রিনা আক্তার রাউজান উপজেলার বাগোয়ান ইউনিয়নের বাসিন্দা আব্দুল মোনাফ ও আরফা বেগমের মেয়ে। তিনি দুই সন্তানের জননী। তার স্বামী জাহিদুল ইসলাম (৩৫) প্রবাসে থাকেন।
রাঙ্গুনিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম শফাতুল মাজদার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
ঘটনার প্রকৃত কারণ জানতে পুলিশ তদন্ত শুরু করেছে।
অপরদিকে রাঙ্গুনিয়ায় চেঙখালী খাল থেকে আকতার বেগম (৪৪) নামের এক নারীর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজের চার দিন পর বৃহস্পতিবার (২৪ জুলাই) মরদেহটি উদ্ধার করা হয়।
রাঙ্গুনিয়া উপজেলার স্বনির্ভর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ব্রহ্মোত্তর হাজীপাড়া এলাকার মদিনা বেগমের বাড়ির সামনে খালে মরদেহটি ভেসে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
নিহত আকতার বেগম ওই এলাকার বাসিন্দা মৃত আবুল হোসেন ও আমেনা বেগমের মেয়ে।
রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম শফাতুল মাজদার জানান, মরদেহটি উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে