অন্যান্য

১০ম গ্রেডের দাবিতে লালমনিরহাটে শিক্ষকদের মানববন্ধনঃ

  প্রতিনিধি 19 September 2024 , 2:50:31 প্রিন্ট সংস্করণ

 

আব্দুল লতিফ সরকার,লালমনিরহাট প্রতিনিধিঃ 

 

১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন করেছে প্রাথমিকের সহকারী শিক্ষকরা।

 

আজ বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকালে লালমনিরহাট প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র (পিটিআই) ভবনের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

প্রাথমিক সহকারী শিক্ষকদের আয়োজনে মানববন্ধনে বক্তারা বলেন, প্রাথমিক বিভাগে সহকারী শিক্ষকরা এখন পর্যন্ত তৃতীয় শ্রেণি পদমর্যাদা সম্পন্ন ১৩তম গ্রেডে রয়েছেন। জাতী গঠনে শিক্ষার প্রথম স্তরে শিশুদের শিক্ষা দিচ্ছেন এ বিভাগের শিক্ষকরা। কঠোর পরিশ্রম করেও তারা তৃতীয় শ্রেণির কর্মচারীর মর্যাদায় রয়েছেন। যা ১০ম গ্রেডে উন্নীত করণ সময়ের দাবিতে পরিণত হয়েছে। তাই ১৩তম গ্রেড পরিবর্তন করে ১০তম গ্রেড দিতে বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানান শিক্ষকরা।

 

এ সময় বক্তব্য রাখেন, সহকারী শিক্ষক আতিক ওযাদুদ সহকারী শিক্ষক, আনিস হাসান প্রধান, আশরাফ আলী, ঈষিতা আক্তার, হারুনর রশীদ, সহ-সুপার আবু বক্কর সিদ্দিক।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ