অন্যান্য

১০ গ্রেডসহ ৬ দাবিতে শিক্ষার্থীদের আইএইচটি ক্যাম্পাস অবরোধ 

  প্রতিনিধি 19 November 2024 , 11:46:28 প্রিন্ট সংস্করণ

 

আনোয়ার সাঈদ তিতু

 

ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (আই এইচ টি)-এর শিক্ষার্থীরা দশম গ্রেড, নিয়োগ, শিক্ষা বোর্ড, স্বতন্ত্র পরিদপ্তরসহ ছয় দাবিতে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে আজ মঙ্গলবার (১৯ নভেম্বর) ক্যাম্পাস অবরোধ করেছে। কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জে আই এইচ টির ক্যাম্পাসে এই কর্মসূচি পালিত হয়।

 

সংগঠনটির কুড়িগ্রাম শাখার আহ্বায়ক মিজানুর রহমান মুন্না জানান, নার্স, পলিটেকনিকসহ দেশের সব ডিপ্লোমা পেশাজীবী দশম গ্রেড পেলেও আমরা পাইনি এ ছাড়া দীর্ঘদিন ধরে এ পেশার কোনো নিয়োগ নেই। বৈষম্যবিরোধী মেডিক্যাল টেকনোলজি ও ফার্মেসি ছাত্র সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় কমিটির ঘোষণা অনুযায়ী আমরা কর্মসূচি করছি, এবং আগামী দিনেও সব কর্মসূচি কঠোরভাবে পালন করব।

 

অবরোধ কর্মসূচিতে শিক্ষকগণ বক্তব্য প্রদান করে বলেন, ছাত্রদের দাবি যৌক্তিক। দাবিগুলো দ্রুত মেনে নেওয়ার আহবান জানান তারা। তারা আরো জানান, বৈষম্য বিরোধী মেডিক্যাল টেকনোলজিষ্ট পরিষদ, কেন্দ্রীয় কমিটি ছাত্রদের চলমান আন্দোলনের সাথে একাত্বতা ঘোষণা করে কর্মসূচি ঘোষণা করেছে। আগামী কর্মসূচিগুলো ছাত্র ও পেশাজীবীরা যুগপৎভাবে পালন করবে, এবং অনতিবিলম্বে দাবি মেনে না নিলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।

 

কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন সংগঠনটির যুগ্ম আহ্বায়ক রমজান আলী ও সদস্য সচিব আতিক হাসান। জেলার নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জে অবস্থিত প্রতিষ্ঠানটি দীর্ঘদিন থেকে ধারাবাহিক কর্মসূচি পালন করে আসছে।

 

চলমান কর্মসূচি সারা দেশের সরকারি-বেসরকারি সব হেলথ টেকনোলজিতে পালন করা হচ্ছে, বিদ্যমান পেশাজীবীদের পক্ষ থেকে একাত্বতা ঘোষণা করে আগামীকাল থেকে ছাত্রদের পাশাপাশি পেশাজীবীদের ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ