অন্যান্য

১০ মাস পর অপহৃত কিশোরকে উদ্ধার করলো পুলিশ

  প্রতিনিধি 24 October 2024 , 6:02:28 প্রিন্ট সংস্করণ

আনোয়ার সাঈদ তিতু,

      কুড়িগ্রাম

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অপহরণের প্রায় ১০ মাস পর পটুয়াখালী জেলার রাঙ্গাবালী থেকে অপহৃত কিশোরকে উদ্ধার করেছে পুলিশ।

উদ্ধারকৃত কিশোরের নাম রাসেল (১৬) কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার পাইকেরছড়া গ্রামের মোঃ আয়নাল হকের পুত্র।

বুধবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন ভুরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান। এর আগে একই দিন তাকে কুড়িগ্রাম আদালতে সোপর্দ করা হয়েছে।

জানা গেছে, একই গ্রামের আব্দুস সাত্তার, আবু সাঈদ ও ফজল মিয়ার এর সাথে আয়নাল হকের দীর্ঘদিন থেকে জমাজমি নিয়ে বিরোধ চলছিল। এরা পরস্পর চাচাতো জেঠাতো ভাই। গত ১২ ডিসেম্বর ২০২৩ সালে আয়নাল হকের স্ত্রী রোজিনা খাতুন ধর্ষণ চেষ্টা, মারামারি ও সন্তান রাসেলকে অপহরণের অভিযোগ করে ১৮ জনকে আসামি করে ভূরুঙ্গামারী থানায় একটি মামলা দায়ের করে। পরে থানা পুলিশ গোপন সুত্রে খবর পেয়ে মঙ্গলবার (২২ অক্টোবর) পটুয়াখালীর রাঙ্গাবালী থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে।

মামলায় অভিযুক্ত আব্দুস সাত্তার বলেন, বাদীপক্ষ আমাদেরকে হয়রানী করার উদ্দেশ্যে ছেলেটিকে নিজেরা গোপন করে আমাদের নামে মিথ্যা অপহরণের মামলা করেছে। শুধু তাই নয়, এই মিথ্যা মামলা দাখিলের জন্য একটি দালাল চক্র বাদীর কাছ থেকে বিবাদমান জমির ৫ শতাংশ জমি রেজিস্ট্রি করে নিয়েছে। নিরপেক্ষ তদন্ত করে সুষ্ঠু বিচার দাবি করছি।

এ ব্যাপারে ভুরুঙ্গামারী থানারভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান জানান, প্রকৃত অপহরণ নাকি ঘটনাটি সাজানো তা তদন্ত করে দেখা হবে। অপহৃতকে উদ্ধার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ