অপরাধ

১৭৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক পাচার চক্রের সদস্য স্বামী-স্ত্রী গ্রেফতার

  প্রতিনিধি 25 August 2025 , 4:19:22 প্রিন্ট সংস্করণ

ফয়সাল হায়দার, স্টাফ রিপোর্টার

ময়মনসিংহ, ২৩ আগস্ট ২০২৫: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, ময়মনসিংহের সহকারী পরিচালক জনাব মোঃ কাওসারুল হাসান রনি এর নেতৃত্বে কোতোয়ালী মডেল থানার রাজাগঞ্জ সাহেব কাঁচারী বাজার এলাকায় পরিচালিত বিশেষ অভিযান বলীয়ান সফলতা এনে দিয়েছে। অভিযানে ১৭৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ স্বামী-স্ত্রী মো: হাবিব (৩৭) ও সাজেদা আক্তার (২৪) নামে দুই মাদক পাচার চক্রের সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার মো: হাবিব চট্টগ্রামের হাটহাজারী থানা এলাকার বড় দিঘিরপাড় (গুন্নু বলির বাড়ি), পিতা মো: মাহবুব আলম ও মাতা রোকেয়া বেগমের সন্তান। তার স্ত্রীর নাম সাজেদা আক্তার, পিতার নাম মৃত শাহাবুদ্দিন। উভয়ের ঠিকানা বড় দিঘিরপাড়, ওয়ার্ড নং ০৪, ইউপি ১২ নং চিকনদন্ডী, হাটহাজারী থানা, চট্টগ্রাম।

মাদকবিরোধী অভিযানকালে তাদের কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় যা তাদের মাদক পাচারের অপরাধ প্রমাণ করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানার উপ-পরিদর্শক জনাব মোঃ মোস্তাফিজুর রহমান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

মাদক পাচার নির্মূল ও জনসাধারণের নিরাপত্তা নিশ্চিতকল্পে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ