প্রতিনিধি 29 May 2025 , 10:16:57 প্রিন্ট সংস্করণ
আসাদুজ্জামান রিফাত, সদর (নোয়াখালী) প্রতিনিধি :
জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন আয়োজনের দাবিতে স্মারকলিপি প্রদান করেছেন নোয়াখালী সরকারি কলেজের শিক্ষার্থীরা। আজ (২৮ মে, বুধবার) ‘ভয়েস অব ন্যাশনাল ইউনিভার্সিটি স্টুডেন্টস’-এর ব্যানারে সংগঠিত হয়ে শিক্ষার্থীরা কলেজ অধ্যক্ষ প্রফেসর মো. জাকির হোসেনের মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বরাবর স্মারকলিপি জমা দেন।
স্মারকলিপিতে শিক্ষার্থীরা দুই দফা দাবি তুলে ধরেন:
১. ২০২৫ সালের মধ্যেই জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন আয়োজন করতে হবে, এবং পরবর্তীতে প্রতি দুই বছর অন্তর নিয়মিত সমাবর্তন আয়োজনের ব্যবস্থা করতে হবে।
২. ঢাকায় কেন্দ্রীয় সমাবর্তনের পাশাপাশি শিক্ষার্থীদের অংশগ্রহণ সহজ করতে বিভাগীয় ও জেলা পর্যায়েও সমাবর্তন আয়োজনের ব্যবস্থা গ্রহণ করতে হবে।
শিক্ষার্থীরা বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় ১৯৯২ সালে। দীর্ঘ ২৫ বছর পর ২০১৭ সালে প্রথমবারের মতো সমাবর্তন অনুষ্ঠিত হলেও সেখানে মাত্র ৪,৯৩২ জন শিক্ষার্থী অংশগ্রহণের সুযোগ পান—যা মোট শিক্ষার্থীর সংখ্যার তুলনায় অতি সামান্য। এরপর থেকে আর কোনো সমাবর্তন আয়োজন করা হয়নি, যা শিক্ষার্থীদের মাঝে হতাশার সৃষ্টি করেছে।
‘ভয়েস অব ন্যাশনাল ইউনিভার্সিটি স্টুডেন্টস’ এর পক্ষ থেকে জানানো হয়, এরই মধ্যে নোয়াখালী সরকারি মহিলা কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এ দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
তারা বলেন, “দেশের অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে নিয়মিত সমাবর্তন অনুষ্ঠিত হলেও জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে এ সুযোগ থেকে বঞ্চিত। আমরাও চাই, আমাদের বিশ্ববিদ্যালয় শিক্ষা মানের পাশাপাশি সবদিক দিয়েই এগিয়ে যাক।”