অন্যান্য

২০২৪-এর শিক্ষা নতুন বছরে কাজে লাগবে: ফারিন খান

  প্রতিনিধি 3 January 2025 , 5:51:10 প্রিন্ট সংস্করণ

বিনোদন ডেস্ক,

পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করে হারিয়ে গেল ২০২৪। ক্যালেন্ডারের পাতায় যুক্ত হয়েছে ২০২৫ সাল। নতুন উদ্যোমে ভালো কিছু করার প্রত্যয় নিয়ে বিভিন্ন আয়োজনে ইংরেজি নববর্ষ পালনে ষোলকলা পূর্ণ করেছে সবাই। এবার ছক কষার পালা। ডেইলি বাংলাদেশের সঙ্গে নতুন বছর নিয়ে পরিকল্পনা ভাগ করে নিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী ফারিন খান।

 

আলাপকালে এ অভিনেত্রী জানান তিনি হুট করে মানুষকে বিশ্বাস করেন। গেল সালেই বুঝেছেন সবাইকে এভাবে বিশ্বাস করা ঠিক না। এই শিক্ষা তিনি পেয়েছেন ২০২৪ থেকে।

 

নতুন বছরে ভালো কাজ করতে চাই উল্লেখ করে ফারিন বলেন, ‘২০২৫ সালে ভালো ভালো কাজ করতে চাই। ২০২৪-এ অনেক কাজ করেছি। কিন্তু মনে হয়েছে নতুন বছর কাজ বাছাইয়ের ক্ষেত্রে আরেকটু যত্নশীল হতে হবে। সব মিলিয়ে পঁচিশ সালটা বুঝেশুনে খেলতে চাই।’

 

গেল বছর বেশ কেটেছে উল্লেখ করে অভিনেত্রী বলেন, ‘২০২৪ আমার বেশ ভালো কেটেছে। প্রচুর ব্যস্ত ছিলাম। ২০২৩ এর শেষের দিকে কাজল আরেফিন অমি ভাইয়ের ‘ফিমেলে’র মাধ্যমে নাটকে যাত্রা শুরু করি। এরপর থেকেই ব্যস্ততা শুরু। গেল বছরের পুরোটা ভরপুর ব্যস্ত ছিলাম।’

 

এমন কোনো অভিজ্ঞতা কি হয়েছে যা থেকে প্রাপ্ত শিক্ষা নতুন বছর পথ চলতে কাজে লাগবে- জানতে চাইলে ফারিন বলেন, ‘আমি হুটহাট মানুষকে বিশ্বাস করি। ২০২৪-এ বুঝতে পেরেছি সবাইকে এভাবে বিশ্বাস করা ঠিক না। এই শিক্ষাটা হয়েছে। যেটা ভবিষ্যতে কাজে লাগবে।’

 

সবশেষে নতুন বছরের ব্যস্ততানিয়ে এ তারকা বলেন, ‘২০২৫-এর প্রথম সপ্তাহ থেকে ব্যস্ত থাকব। বছরের শুরুতেই বড় একটি প্রজেক্টের সঙ্গে যুক্ত হচ্ছি। যেটা নিয়ে অনেক পরিকল্পনা আছে। ফেস্টিভ্যালেও যাওয়া হবে। তবে নামটা এখনই বলা যাচ্ছে না। এছাড়া গুণী পরিচালকদের সঙ্গে কাজের ব্যাপারে কথা হচ্ছে। আমাকে সিনেমায় কবে দেখা যাবে সবাই জানতে চান। বছরের শেষের দিকে সেরকম একটি চমকও থাকবে।’

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ