কুবি প্রতিনিধি: তানভীর সালাম অর্ণব
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস, পবিত্র শব-ই-কদর, জুমাতুল বিদা ও ঈদ-উল-ফিতর উপলক্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) দীর্ঘ ১৯ দিনের ছুটিতে যাচ্ছে। তবে ছুটি শুরুর আগে ও পরে সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবার থাকায় মোট ২৩ দিন ছুটি পাবে শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়ের ২০২৫ সালের একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী, আগামী ২৩ মার্চ (রবিবার) থেকে ১০ এপ্রিল (বৃহস্পতিবার) পর্যন্ত একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে। একই সঙ্গে, ২৬ মার্চ (বুধবার) থেকে ১২ এপ্রিল (শনিবার) পর্যন্ত প্রশাসনিক কার্যক্রমও বন্ধ থাকবে বলে রেজিস্ট্রারের কার্যালয় কর্তৃক প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
ছুটিকালীন সময়ে ক্যাম্পাসের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন বেশ কয়েকটি নির্দেশনা জারি করেছে। এই সময়ে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কোনো বহিরাগত মোটরসাইকেল, গাড়ি বা অন্য কোনো যানবাহন ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে না। শিক্ষার্থীদের জন্য আইডি কার্ড প্রদর্শন বাধ্যতামূলক করা হয়েছে এবং বহিরাগতদের ক্যাম্পাসে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। প্রশাসনিক ও একাডেমিক ভবনে শিক্ষার্থীদের প্রবেশ নিষিদ্ধ করা হলেও, বিশেষ প্রয়োজনে সংশ্লিষ্ট বিভাগের সভাপতির অনুমতি নিয়ে এবং এন্ট্রি খাতায় স্বাক্ষর করে প্রবেশের সুযোগ রাখা হয়েছে। এছাড়া, প্রতিদিন সন্ধ্যা ৭:০০ টার পর ছাত্রী হলের গেট বন্ধ হয়ে যাবে, তবে বিশেষ প্রয়োজনে হল প্রভোস্টের অনুমতি সাপেক্ষে প্রবেশ বা বাহির হওয়া যাবে।