আজ চট্টগ্রাম মোহানগর জামায়াতে ইসলামির ২৮ অক্টোবর ট্রাজেডি উপলক্ষ্যে এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল জনাব শাহজাহান সাহেব এছাড়া উক্ত সমাবেশে সভাপতির দায়িত্ব পালন করেন জামায়াতের চট্টগ্রাম মহানগরীর আমির জনাব শাহজাহান চৌধুরী। সমাবেশে বক্তারা বলেন গত আঠার বছর হল এখনো ২০০৬ সালে ২৮ অক্টোবরের লোগী বৈঠার তান্ডবে হত্যার বিচার হয়নি বলে দাবি করেন জামায়াতের নেতৃবৃন্দ। তারা বলেন ততকালিন বিরোধী দলিও নেতৃি শেখ হাসিনার হুকুমে আওয়ামি হায়না সন্ত্রাসী দ্বারা হত্যাকাণ্ড চালিয়ে ছিল। সেই নারকীয় হত্যার তান্ডব লিলায় জামায়াত শিবিরের ১৩ জন ভাই শাহাদাত বরণ করেন আহত হয় বহু নেতৃবৃন্দ। সেই হত্যার পরেই আওয়ামীলীগ ক্ষমতায় আসে এবং তার ধারাবাহিকতায় পিলখানা হত্যা, শাপলা চত্তরে হেফাজতের উপর ন্যক্কারজনক হত্যা সহ বহু হত্যার নেতৃত্ব দিয়েছিল। এবং এইসব হত্যাকাণ্ড করে তারা চেয়েছিল ২০৪১ পর্যন্ত ক্ষমতায় থাকবে। কিন্তু আল্লাহর জমিনে আল্লাহ্ তাদের অহংকার ধুম্রজাল করে দিয়ে গত ৫ই আগষ্ট ক্ষমতা থেকে বিতাড়িত করেছিল। বক্তারা বলেন বর্তমান সরকারের প্রতি আহবান এখন সময় এসেছে ২৮ অক্টোবরের ট্রাজেডি সহ সকল হত্যাকাণ্ডের বিচার করতে হবে নচেৎ বাংলাদেশের জনগণ এই বিচারের দাবির জন্য রাস্তায় নামতে বাধ্য হবে।