প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২১, ২০২৫, ১:৫৮ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২০, ২০২৫, ৬:০৩ এ.এম
৪ কেজি গাঁজাসহ পেশাদার মাদক ব্যবসায়ী পুলিশের হাতে গ্রেপ্তার

শাহরিয়ার ফেরদৌস ধামরাই ঢাকা
ঢাকার ধামরাই উপজেলায় ৪ কেজি গাঁজাসহ মোঃ আব্দুল করিম (৫০) নামে এক পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে ধামরাই থানা পুলিশ। সোমবার (১৮ আগস্ট) রাত ৯টার দিকে উপজেলার সুতিপাড়া ইউনিয়নের শ্রীরামপুর এলাকার রেডিসন গার্মেন্টস এর সামনে থেকে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত আব্দুল করিম কুশুরা ইউনিয়নের গোলাইল এলাকার মৃত মেহের আলীর ছেলে। দীর্ঘদিন ধরে সে এলাকায় মাদক সম্রাট হিসেবে পরিচিত। ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) এস এম কাওসার সুলতান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
স্থানীয়দের দাবি, এই ধরনের মাদক কারবারীদের চিহ্নিত করে দ্রুত কঠোর শাস্তি নিশ্চিত করা হোক, যাতে সমাজ মাদকমুক্ত হয়।
এই বিষয়ে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) মোঃ মনিরুল ইসলাম বলেন, গতকাল রাতে বিশেষ অভিযান পরিচালনা করে ৪কেজি গাঁজাসহ আব্দুল করিম নামে একজনকে গ্রেফতার করে থানায় নিয়ে আনা হয়। পরে তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়। সকালে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
Copyright © 2025 cetonaibangladesh.news. All rights reserved.