অন্যান্য

৫নং বানেশ্বর্দী ইউনিয়নে বিট পুলিশিং সমাবেশে অনুষ্ঠিত

  প্রতিনিধি 18 March 2025 , 2:07:58 প্রিন্ট সংস্করণ

 

মুস্তাক আহম্মেদ নকলা প্রতিনিধি:শেরপুরের নকলায় ৫নং বানেশ্বর্দী ইউনিয়নে মাদক,চোরাচালান,বাল্যবিবাহ, ইভটিজিং,ছিনতাই,যৌতুক,নারী ও শিশু নির্যাতন,মানব পাচার রোধকল্পে উঠান বৈঠক ও বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে

 

আজ (মঙ্গলবার ১৮ মার্চ) দুপুরে বাউসা বাজারে নকলা থানার অফিসার ইনচার্জ মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে নকলা থানার এস এই মোঃ মাসুদ রানার সঞ্চালনায় আইনশৃঙ্খলা রক্ষা, জনসচেতনতা বৃদ্ধি এবং কমিউনিটি পুলিশিং কার্যক্রম আরও সুসংহত করার লক্ষ্যে আয়োজিত এই পুলিশিং সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আব্দুল করিম।

সভায় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।

 

এ সময় উপস্থিত ছিলেন ৫নং বানেশ্বর্দী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আজিজুল হক, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক আব্দুল সামাদ, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক খন্দকার আসাদুর রহমান আনার, সদস্য সচিব শাজাহান আলম শাজু,নকলা উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের,স্বেচ্ছাসেবকদলের আহবায়ক রুবেল হোসেন সদস্য সচিব লাল মিয়া, কৃষকদের আহ্বায়ক আব্দুর সাত্তার,ছাত্রদলের সভাপতি সিমান্ত হাসান,বিএনপি নেতা আসাদুজ্জামান মানিক, সমাজ সেবক খন্দকার জাকির হোসেন ফারুকসহ উন্মুক্ত আলোচনায় অংশ নেন সাধারণ জনগণ।

 

এসময় পুলিশিং কমিটি আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, সামাজিক অপরাধ দমন,চুরি, মাদকবিরোধী কার্যক্রম এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। পুলিশের পক্ষ থেকে জনগণের যেকোন সমস্যায় পুলিশ সহযোগীতার করার আশ্বাস প্রদান করেন এবং এলাকার শান্তিপূর্ণ পরিবেশে বজায় রাখার আহ্বান জানানো হয়।

 

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ