প্রতিনিধি 9 July 2025 , 4:21:01 প্রিন্ট সংস্করণ
এস এম পারভেজ তালুকদার।
গুরুদাসপুর উপজেলার ৬ নং চাপিলা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মোকিমপুরের ৩ কিলোমিটার রাস্তা বর্ষা মৌসুমী চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে, রাস্তার সব জায়গায় কাঁদো আর এক হাঁটু করে পানি , এই রাস্তা টি আজ প্রায় ৫০ বছর ধরে এভাবেই সংস্কারের অভাবে অবহেলায় পড়ে রয়েছে। চাপিলা ইউনিয়নের ৬০ হাজারেরও বেশি মানুষজন এই পথ দিয়ে শুকনো মৌসুমে চলাচল করে পায়ে হেঁটে কিন্তু আজ পর্যন্ত এই রওশন পুর থেকে জোলা গাড়ি কলি দরবেশের বাড়ি পর্যন্ত রাস্তা ও মোকিমপুর বিলের মাঝে ব্রীরিজ টি ৫০ বছরের সংস্কারের অভাবে জন ভোগান্তি সৃষ্টি হয়েছে, বার বার বিভিন্ন সরকারের আমলে জনপ্রতিনিধি সাধারণ মানুষকে প্রতিশ্রুতি দিলেও তা সফল করতে পারেনি। চাপিলা ইউনিয়নের এই রাস্তাটি সংস্কার হলে গুরুদাসপুর উপজেলার সঙ্গে যোগাযোগ ব্যবস্থা সুদীর্ঘ হবে এমনকি কৃষি পণ্য, মৎস্য চাষীদের জন্য রপ্তানি করা অতি সহজ হবে বলে জানান স্থানীয় ইউপির চেয়ারম্যান মোঃ মাহাবুবর রহমান, তিনি বলেন চাপিলার ইউনিয়নে মানুষের একমাত্র ব্যবসা মৎস্য চাষ আর এ অঞ্চলের মানুষের মাছ চাষ করে স্বাবলম্বী হয়েছে রাজধানী ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন জেলা এবং উপজেলায় মাছ রপ্তানি করে আসছে চাপিলা ইউনিয়নে মকিমপুর রওনপুর বিল চাপিলা সহ এ মানুষগুলো তাই গুরুদাসপুর উপজেলার সঙ্গে অতি দ্রুত যোগাযোগ করার একমাত্র পথ এই শর্টকাট রাস্তা টি কিন্তুু ৫০ বছর হয়ে গেল আজ অব্দি সংস্কারের অভাবে বেহাল দশাই পড়ে রয়েছে অনেকবার গুরুদাসপুর উপজেলা বরাবর আবেদন করেছি কিন্তু ফল পাইনি। স্থানীয় মেম্বার মোঃ রবিন হোসেন বলেন আমরা ৪০ হাজারের বেশি জনগন এই রাস্তা দিয়ে কৃষি আবাদি নিয়ে আশা কারন বিলের মধ্যে দিয়ে এই রাস্তা টি গিয়ে ঠেকেছে জোলাগাড়ি কলি দরবেশের বাড়ি পর্যন্ত তাই কৃষি ফসল আনতে আমাদের অনেক কষ্ট করতে হয়, স্কুলে শিক্ষার্থীদের যাওয়া আসার অনেক সমস্যা হয় কাঁদোর পথে পা পিছলে বই খাতা, পোশাক-আশাক নষ্ট হয়ে যায় এছাড়াও অসুস্থ রোগী জরুরি ভাবে নিয়ে জেতে পারিনা শুধু রাস্তা কাঁদো পানি থাকার জন্য চিকিৎসা সেবা নিতেও কোন গাড়ি ভেন রিক্সা অটো গাড়ি কোনকিছু আসতে পারে না এই রাস্তায় তাই আমরা এলাকাবাসী গুরুদাসপুর উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা আফরোজ স্যারের দৃষ্টি আকর্ষণ করছি অতি দ্রুত এই রাস্তাটি সংস্কার করে এ অঞ্চলের মানুষের ৫০ বছরের দুঃখ দুর্দশা থেকে সুদীর্ঘ এ রাস্তাটি সংস্কার করে দিবে বলে করবে আমার আশা করছি। একইসঙ্গে এই অঞ্চলের মানুষ এ রাস্তাটির সংস্কার হলে অতি দ্রুত যেমন চিকিৎসা সেবা পাবে ঠিক তেমনি শিক্ষার্থীরা গুরুদাসপুর উপজেলার সঙ্গেসকল খেলাধুলা ওসংস্কৃতি অঙ্গনে এগিয়ে যাবে এবং সকল সুযোগ সুবিধা পাবে চাপিলা ইউনিয়নের মোকিমপুর ও রওশন পুরের মানুষ এমনটাই প্রত্যাশা এই এলাকার অসহায় মানুষগুলো । তারিখ ৯/৭/২৫ ইং বুধবার,