অন্যান্য

৫৪ বোতল মদসহ দুই নারী আটক ।

  প্রতিনিধি 22 February 2025 , 5:26:21 প্রিন্ট সংস্করণ

 

স্টাফ রিপোর্টারঃ

 

নেত্রকোনা আটপাড়া উপজেলায় ৫৪ বোতল মদসহ দুই নারীকে আটক করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, আটপাড়া উপজেলা বাসস্ট্যান্ড মোজাম্মেলের চায়ের দোকানের সামনে শনিবার দুপুর ১.৩০টায় গোপন সংবাদে এস .আই রফিকুল ইসলাম এর নেতৃত্বে , এ .এস.আই মশিউর রহমান ,কনস্টেবল হাবিবুর রহমান ও মহিলা কনস্টেবল লিপি আক্তারসহ যৌথ পরিশ্রমে ৫৪ বোতল মদসহ নারী মাদক ব্যবসায়ী আটক করেন ।

 

আটককৃত দু’জন হল আটপাড়া উপজেলা ব্রুজের বাজারে মৃত. খোকন রবিদাস এর স্ত্রী অঞ্জলি রবিদাস (৪৫), বাবুলালের শ্রী সুনিত্রা রবিদাস (৬০)। এসময় ৫০০ মিলি ৯ টি ও ২৫০ মিলি ৪৫ টি মদে বোতল পাওয়া যায়।

আসামিদের সাথে কথা বলে জানা যায় নেত্রকোনা মেথর পট্টি হতে নিয়ে আসার সময় তারা আটক হয়।

 

এদিকে আটপাড়া থানার অফিসার ইনচার্জ আশরাফুজ্জামান বলেন , আসামি মহিলা দু’জনকে মদসহ আটক করে নিয়মিত মামলা করা হয়েছে এবং আগামীকাল আদালতে প্রেরণ করা হবে।

 

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ