অন্যান্য

৫৬ প্রহর ব্যাপী শ্রীশ্রী মহানাম যজ্ঞ অনুষ্ঠান এসে অষ্টকালীন লীলা কীর্তন পরিদর্শন করলেন মেয়র প্রার্থী দুলাল সরকার।

  প্রতিনিধি 30 July 2025 , 3:24:43 প্রিন্ট সংস্করণ

এস এম পারভেজ তালুকদার,

আজ ৩০শে জুলাই রোজ বুধবার, রাত্রি ৮ টার সময় গুরুদাসপুর পৌর সদরের চাঁচকৈড় শ্রী শ্রী রাধা গোবিন্দ হরিবাসর মন্দিরে। হরিবাসরে এসে সনাতন ধর্ম অবলম্বনি হিন্দুদের সকল শ্রেণীপেশার মানুষের সাথে সার্বিক খোঁজখবর নিলেন ৫৬ প্রহর ব্যাপী শ্রীশ্রী মহানামযজ্ঞও
অষ্টকালীন লীলা কীর্তন ১০২ তম অধিবেশনের ৩য় দিন গুরুদাসপুর পৌর বি এন পির আহবায়ক ও গুরুদাসপুর পৌর মেয়র পদপ্রার্থী আলহাজ্ব মোঃ দুলাল সরকার, এসময় উপস্থিত ছিলেন চাঁচকৈড় হরিবাসর কমিটির সভাপতি, শ্রী প্রশান্ত মানি , এছাড়াও উপস্থিত ছিলেন চাঁচকৈড় হরিবাসর কমিটির সাধারণ সম্পাদক, শ্রী প্রণয় কুমার বর্মন জগো, বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন এম সময় হাসান, সভাপতি গুরুদাসপুর উপজেলা যুবদল, মোঃ সুজাউদ্দৌলা সুজন, আহবায়ক, গুরুদাসপুর উপজেলা ছাত্রদল, মোঃ ইয়ারুল ইসলাম, মোঃ মিলন মাহামুদ, পৌর বি এন পির সদস্য, মোঃ মাসুদ রানা, যুবদলনেতা, শহীদ শামসুজ্জোহা কলেজর সাধারণ সম্পাদক আসলাম হোসেন সহ প্রমুখ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন। এবং ৫৬ প্রহর ব্যাপী শ্রীশ্রী মহানামযজ্ঞও
অষ্টকালীন লীলা কীর্তন ১০২ তম অধিবেশনে সকল বিষয় সার্বিক খোঁজখবর নেন এই নেতা ৩য় দিন
চাঁচকৈড় শ্রী শ্রী রাধা গোবিন্দ হরিবাসর মন্দিরে এ পরিদর্শন করেন।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ