সোহানুর রহমান সোহান
ময়মনসিংহ সদর উপজেলার ৬ নং চর ঈশ্বরদিয়া ইউনিয়ন কমিউনিটি পুলিশং কমিটি গঠন নিয়ে ক্ষোভ ও মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। উক্ত কমিটিতে আওয়ামী দোসরদের জায়গা করে দিয়ে তাদের পুনর্বাসন এর অপচেষ্টা করা হচ্ছে বলে দাবি জানিয়ে তা বাতিলের জন্য আহবান জানিয়েছেন কোতোয়ালী থানার সাবেক তরুণ দলের সহ সভাপতি , ৬ নং চর ঈশ্বরদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক, ও ইউনিয়ন বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মোঃ মোজাম্মেল হোসেন।
৬ নং চর ঈশ্বরদিয়া কমিউনিটি পুলিশিং
কমিটিকে সমন্বয়হীন ঘোষণা করে ১৩ নভেম্বর তিনি স্থানীয় বিএনপি নেতা কর্মীদের নিয়ে কথা বলে অভিযোগ করে বলেন, যারা মিছিলে আসতো না আওয়ামী লীগের সাথে ছদ্দবেশে ছিল এতদিন
দুঃসময়ে যারা মিছিল, মিটিংয়ে আসতো না
হাজার বার ফোন করেও বাড়িতে গিয়েও আনা যাইতো না তারা এখন বড় বড় নেতা।
স্থানীয় ভাবে অনেক ত্যাগী নেতা-কর্মীদের নিয়ে একটি খসড়া কমিটি ঠিক করে তা পর্যালোচনা করার জন্য থানায় জমা দেই। কিন্তু রহস্যজনক কারণে তা বাতিল করে তড়িঘড়ি করে আওয়ামী ঘরানা লোকদের নিয়ে কমিটি গঠন করা হয়েছে বলে অভিযোগ তুলেন ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক মোঃ ইদ্রিস আলী।
ইউনিয়ন বিএনপি'র সদস্য সচিব মোঃ সেলিম জানান, কমিটিতে জেল জুলুম এর শিকার নেতাদের মূল্যায়ন করা হয়নি। আমরা এই কমিটি বাতিল সহ দলের দুঃসসময়ে, ত্যাগী নেতাদের মূল্যায়ন এর দাবি করছি। আওয়ামীলীগ পাঁ চাটা গোলাম ছিল যারা তারাই এখন বিএনপি'র বড় নেতা, এগুলো কেন্দ্রে এবং জেলা থেকে দেখুক। তা না হলে আবারো এই ১৬ বছরের মতন ভোগান্তিতে পড়তে হবে আমাদের।