সুমন আহমেদ দোয়ারা বাজার সুনামগঞ্জ
বিজিবির সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর উপ-অধিনায়ক মেজর মোঃ নূরুল হুদার নেতৃত্বে বিজিবি, ম্যাজিস্ট্রেট ও পুলিশের সমন্বয়ে সিলেটের গোয়াইনঘাট উপজেলার সীমান্তবর্তী রাধানগর এলাকায় টাস্কফোর্স অভিযান পরিচালনা করে ০৮ কোটি ০২ লক্ষাধিক টাকা মূল্যের ভারতীয় ২,৯০৭ পিস শাড়ী, ১,১৬২ পিস কাশ্মীরি শাল, ৪১৩টি থ্রী পিস, ১২,৪৩৫ মিটার বিভিন্ন প্রকার থান কাপড়, ১,১৬০ মিটার ব্লেজারের কাপড়, ১,৫৫৬ মিটার মকমলের সোফার কভারের কাপড়, ৪৪,৭২২ পিস বিভিন্ন প্রকার ক্রিম, ১,৬৬৯ পিস পন্ডস ফেস ওয়াশ, ৬১২ পিস জনসন বেবী লোশন, ২,৬২,৯৯০ পিস ব্রিকস চকলেট, ১৩,২৬০ পিস ই-ক্যাপ ট্যাবলেট ও বিবিধ ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে।
আমাদের টাস্কর্ফোস অভিযান অবহিত থাকবে,