অন্যান্য

৮ বছরের শিশুকে অচেতন করে ধর্ষণের অভিযোগ!

  প্রতিনিধি 1 September 2025 , 10:33:20 প্রিন্ট সংস্করণ

মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুরের কালকিনিতে নাকের কাছে চেতনানাশক দিয়ে ৮ (আট) বছর বয়সের এক শিশুকে ধর্ষণ অভিযোগ উঠেছে প্রতিবেশির বিরুদ্ধে। পরে ওই শিশুকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনা কালকিনি থানায় একটি ধর্ষন মামলা দায়ের করেছে ভুক্তভোগী পরিবার। তবে ঘটনার পর থেকে অভিযুক্ত লম্পট পলাতক রয়েছে। আজ সোমবার সকালে থানা পুলিশ ও ভুক্তভোগী পরিবার সুত্রে এতথ্য নিশ্চিত করা হয়েছে।
মামলা ও স্বজনরা অভিযোগ করে জানায়, পৌর এলাকার পশ্চিম পাঙ্গাশিয়া এলাকার আক্কেল শিকদারের ছেলে সোহাগ শিকদার শুক্রবার দুপুরে তার নিজ ঘরে ডেকে নেয় শিশুটিকে। পরে সে শিশুটির নাকের সামনে চেতনানাশক দিয়ে অজ্ঞান করে ফেলে রাখে।
এক পর্যায় ঘরের সকল দরজা জানালা বন্ধ করে ৩য় শ্রেণিতে পড়ুয়া ওই শিশু শিক্ষার্থীকে ধর্ষনের করে সোহাগ। ধর্ষনের শিকার শিশুটির ৩ঘন্টা পর জ্ঞান ফিরলে বিষয়টি কাউকে না জানাতে তার পরিবারকে হত্যার হুমকি দেয় বলে অভিযোগে জানাযায়।
পরে নিজ বাড়িতে চলে আসে নির্যাতিতা শিশু। রোববার বিকালের দিকে শিশুটির প্রচুর  রক্তক্ষরণ হলে প্রথমে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। কিন্তু তার অবস্থার অবনতি হলে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে এই বিষয়টি গোপন থাকলেও আজ সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন লোলকজন পোষ্ট করে ভাইরাল করে দেয়।
ভুক্তভোগী শিশুর পরিবারের এক সদস্য জানায়, শিশুকে নির্যাতন করেছে সোহাগ। এ বিষয় কাউকে জানালে আমাদের হত্যার হুমকি দিয়ে আসছে সোহাগ। আমরা থানায় মামলা করেছি। এ বিষয় জানতে চাইলে অভিযুক্ত সোহাগের মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
এব্যাপারে কালকিনি থানার ওসি সোহেল রানা জানান, শিশু ধর্ষনের ঘটনায় আজ সোমবার মামলা হয়েছে। আইনগত ব্যবস্থা নেয়ার জন্য আমরা জোর চেষ্টা চালাচ্ছি। এ ব্যাপারে মাদারীপুর অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গির আলম জানান, আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছি থানা পুলিশকে।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ