অন্যান্য

খারাপ অভিজ্ঞতা বেশি মনে রাখি না : ববি হক

  প্রতিনিধি 4 February 2025 , 3:51:04 প্রিন্ট সংস্করণ

 

বিনোদন ডেস্ক।।

 

দেড় দশকেরও বেশি সময় ধরে ঢাকাই সিনেমায় সাফল্যের সঙ্গে কাজ করে চলেছেন চিত্রনায়িকা ববি হক। ‘দেহরক্ষী’, ‘রাজত্ব’, ‘অ্যাকশন জেসমিন’ এবং ‘বিজলী’-এর মতো জনপ্রিয় সিনেমায় অভিনয় করে দর্শকের মনে জায়গা করে নিয়েছেন তিনি।

 

বর্তমানে অভিনয়ের ব্যস্ততায় রয়েছেন এই নায়িকা। সম্প্রতি একটি অনুষ্ঠানে নতুন কাজের কথা জানিয়ে ববি বলেন, তিনি কয়েকদিন ধরে ‘বেইমান’ সিনেমার শুটিং করছেন। এরপর শুরু করবেন ‘বউ’ সিনেমার কাজ। এছাড়াও তার হাতে রয়েছে ‘তছনছ’ নামের আরেকটি সিনেমার শুটিংয়ের পরিকল্পনা। দেশের বাইরে আরো একটি সিনেমায় কাজের কথা চলছে বলেও জানান তিনি।

 

অভিনয়ের পাশাপাশি ব্যবসায়েও মনোযোগী হয়েছেন ববি হক। ব্যবসা প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি সবসময়ই একজন শিল্পী। তবে এই শিল্পীসত্তার বাইরে বহু মাধ্যমে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। যদি কেউ ব্যবসা করে কিংবা অন্য কোনো পেশার সঙ্গে জড়িত হয়, তাতে কোনো সমস্যা নেই। এতে একজন শিল্পীর অর্থনৈতিক নিরাপত্তা বাড়ে। আমি নিজেও ব্যবসা করি, তবে আমার মূল ফোকাস অভিনয়।’

 

জীবনের নানা খারাপ অভিজ্ঞতা নিয়ে ববি বলেন, ‘খারাপ অভিজ্ঞতা আমি বেশি মনে রাখি না। ভালো অভিজ্ঞতাগুলো সবার সঙ্গে শেয়ার করি। এটা এখনে ঘটে। যেমন, ঘরে বাবা-মা, ভাই-বোনদের সঙ্গেও খুনসুটি হয়। আবার কখনো মনোমালিন্যও হয়, যা খুবই দুঃখজনক। আসলে এমন হওয়া উচিত নয়।’

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ