অন্যান্য

পারিবারিক কলহের জেরে কুড়িগ্রামে বৃদ্ধের আত্মহত্যা

  প্রতিনিধি 16 February 2025 , 5:54:56 প্রিন্ট সংস্করণ

 

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-

কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলায় পারিবারিক কলহের জেরে আয়নাল হোসেন (৬৫) নামে এক বৃদ্ধ আত্মহত্যা করেছেন। ঘটনাটি ধামশ্রেনী ইউনিয়নের ঠাঁকুরবাড়ি বাজারে ঘটেছে।

 

রোববার (১৬ ফেব্রুয়ারি) সকালে বাড়ির পাশের পুকুর পাড়ে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় আয়নাল হোসেনের মরদেহ দেখতে পায় তার স্বজনরা। পরে তারা পুলিশকে খবর দেয়। নিহত আয়নাল হোসেন পাইকপাড়া গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে ছিলেন।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ২০ বছর আগে আয়নাল হোসেন ধামশ্রেনী ইউনিয়নের পাইকপাড়া থেকে ঠাঁকুরবাড়ি বাজারের পাশে বসতবাড়ি তৈরি করেন। সেখানে তিনি দ্বিতীয় স্ত্রীকে নিয়ে বসবাস করছিলেন। পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে স্ত্রীর সঙ্গে বিরোধ ও অভিমানের জেরে তিনি আত্মহননের পথ বেছে নেন। বাড়ির পাশের পুকুর পাড়ে গাছের ডালে গলায় রশি দিয়ে ফাঁস লাগিয়ে তিনি আত্মহত্যা করেন।

 

এ ঘটনায় উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে।

 

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ