শাহিনুর রহমান
পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড় জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয়ের নেতৃত্বে আজ বিকাল ৩টায় বোদা থানাধীন গোবিন্দগুরু সার্বজনিন দুর্গা মন্দির, সাকোয়ায় এক পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
পরিদর্শনকালে পুলিশ সুপার মহোদয় স্থানীয় সনাতন ধর্মাবলম্বী ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় করেন এবং মন্দিরের সার্বিক অবস্থা সম্পর্কে অবহিত হন। তিনি মন্দিরের নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোছাঃ রুনা লায়লা, সহকারী পুলিশ সুপার (দেবীগঞ্জ সার্কেল), পঞ্চগড়। এছাড়াও উপস্থিত ছিলেন বোদা থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ আজিম উদ্দিন, মন্দিরের সভাপতি জনাব শ্রী মনীন্দ্র নাথ বর্মন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, মন্দির কমিটির সদস্যবৃন্দ ও জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ।
সভায় অংশগ্রহণকারীরা ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক শান্তি বজায় রাখতে পুলিশ প্রশাসনের সহায়তার প্রশংসা করেন এবং ভবিষ্যতে নিরাপত্তা বিষয়ে আরও সহযোগিতার প্রত্যাশা ব্যক্ত করেন।
শাহিনুর রহমান
পঞ্চগড় প্রতিনিধি