অন্যান্য

নকলায় ৫ বছরের শিশু ধ’র্ষ’ণ প্রতিবেশী দাদা গ্রেফতার

  প্রতিনিধি 9 March 2025 , 7:52:41 প্রিন্ট সংস্করণ

মুস্তাক আহম্মেদ নকলা প্রতিনিধি:

শেরপুরের নকলায় পাইস্কা পশ্চিম পাড়া সুরাইয়া নামে ৫ বছরের শিশু ধর্ষিত হয়েছে।

(৮মার্চ শনিবার)দুপুরে বিস্কুটের প্রলোভন দেখিয়ে শিশু সুরাইয়াকে ভুট্টা খেতে ধর্ষণ করে লছা মিয়া(৬০) নামে এক বৃদ্ধা বিষয়টি পরে জানাজানি হয়ে গেলে ধর্ষক নিজে মুখে শিকার করে,তার পর স্থানীয় জনতা নকলা থানা পুলিশকে খবর দিলে তাকে গ্রেফতার করে পুলিশই হেফাজতে নেন, আজ ৯ মার্চ তাকে আদালতে প্রেরণ করেন।

পরিবার সূত্রে জানা যায় শিশু সুরাইয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন তার অবস্থা খুবই খারাপ।

এই ঘটনায় এলাকাবাসী খুবই বিক্ষিপ্ত কিছু দিন আগেও উপজেলায় আরেকটি শিশু ধর্ষণের শিকার হয়। ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে না পরলে এমন ন্যাক্কারজনক ঘটতেই থাকবে। দ্রুত সময়ে মধ্যে এদের সব্বোর্চ শাস্তি নিশ্চিত করতে হবে বলে জনান সচেতন মহল। তা না হলে নারীদের নিরাপত্তা ব্যবস্থা বিঘ্নিত হবে।

 

এই ঘটনায় সুরাইয়া পরিবারকে সর্বোচ্চ আইনী সহায়তা করবে বলে জানান নকলা থানার ওসি মো হাবিবুর রহমান।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ