প্রতিনিধি 17 March 2025 , 7:29:36 প্রিন্ট সংস্করণ
মনিরামপুর (যশোর) প্রতিনিধি।।
যশোরের মনিরামপুরে রাজনৈতিক, সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনিরামপুর পৌর শাখা ইফতার মাহফিলের আয়োজন করে।
সোমবার (১৭মার্চ) বিকালে মনিরামপুর পৌর শহরে শহীদ মশিয়ুর রহমান অডিটরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পৌর জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল বারী’র সভাপতিত্বে ও উপজেলা জামায়াতের সহ-সেক্রেটারী অধ্যাপক আহসান হাবিব লিটন ও আবু সালেহ মোঃ উবায়দুল্লাহ এর সঞ্চালনায় ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর যশোর-৫ মনিরামপুর আসন থেকে মনোনীত জাতীয় সংসদ সদস্য পদ প্রার্থী জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য, সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবি এ্যাড. গাজী এনামুল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মনিরামপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনিরামপুর উপজেলা আমীর অধ্যাপক ফজলুল হক। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুফতি রশিদ বিন ওয়াক্কাস, জামায়াতে ইসলামী যশোর জেলার শুরা সদস্য মাওঃ মহিউল ইসলাম, মনিরামপুর উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি আলহাজ্ব ইবাদুল ইসলাম মনু, মনিরামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান মিন্টু প্রমূখ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মনিরামপুর থানার ওসি নূর মোহাম্মদ গাজী, উপজেলা জামায়াতের সেক্রেটারী মাও: খলিলুর রহমান, সহ-সেক্রেটারী এইচ এম শামিম, কর্ম পরিষদ সদস্য মাও: বোরহান উদ্দীন, আব্দুল্লাহ মোড়ল, মাও: মিজানুর রহমান, মনিরামপুর প্রেসক্লাবের সভাপতি এসএম মজনুর রহমান, সিনিয়র সহ-সভাপতি মোঃ ইলিয়াস হোসেন, সম্পাদক মোতাহার হোসেন, সাংবাদিক নেতা অশোক কুমার বিশ্বাস, উজ্জ্বল রায়, বোরহান উদ্দীন জাকির, আব্দুল মতিন, হোসাইন নজরুল হক, মিজানুর রহমান, আব্দুল্লাহ আল মামুন সোহান, মোহাম্মদ বাবুল আক্তার, মোঃ মনিরুজ্জামান, শফিয়ার রহমান, তাজ উদ্দীন আহম্মদ বাঁধন, মোস্তফা আলমগীর কবীর, শফিদুর রহমান, মোঃ আলা উদ্দীন, সুমন, প্রতিদিনের কন্ঠ’র ভারপ্রাপ্ত সম্পাদক মুস্তাকিম আল রাব্বি সাকিব সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ। এছাড়াও বিএনপি, জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন, জমিয়তে উলামায়ে ইসলাম, হেফাজতে ইসলাম, ইমাম পরিষদ, বিশিষ্ট ব্যবসায়ীবৃন্দসহ মনিরামপুর বাজারের বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। ইফতারের পূর্বক্ষণে মোনাজাত পরিচালনা করেন জামায়াতের উপজেলা নায়েবে আমীর মাও: লিয়াকত আলী।