প্রতিনিধি 26 April 2025 , 11:17:22 প্রিন্ট সংস্করণ
জাকারিয়া আল ফয়সাল:
দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার মোগরপাড়া বারুনীতে অবস্থিত প্রাচীন বিষ্ণু মন্দিরের জমি দখলের চেষ্টা এবং মন্দির চত্বরে পরিবেশ নষ্টের বিরুদ্ধে প্রতিবাদে ফুঁসে উঠেছেন স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মানুষ।
স্থানীয়রা অভিযোগ করেন, মন্দিরের আশপাশের এলাকায় অবৈধভাবে টয়লেট নির্মাণ করা হচ্ছে এবং নিয়মিতভাবে সেখানে আবর্জনা ফেলা হচ্ছে। এতে মন্দিরের পবিত্রতা মারাত্মকভাবে ক্ষুণ্ন হচ্ছে বলে দাবি তাদের।
ভক্তদের আরও অভিযোগ, মন্দিরে যাতায়াতের একমাত্র পথটি নষ্ট হয়ে গেছে, ফলে চলাচলে মারাত্মক অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। বিষয়টি একাধিকবার প্রশাসনের দৃষ্টিগোচর করা হলেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।
এক স্থানীয় হিন্দু ধর্মাবলম্বী জানান,
> “আমরা শান্তিপূর্ণভাবে পূজা করতে চাই। কিন্তু মন্দিরের পবিত্রতা এবং আমাদের ধর্মীয় অধিকার বারবার লঙ্ঘিত হচ্ছে। দ্রুত প্রশাসনের কঠোর পদক্ষেপ চাই।”
এদিকে বিষ্ণু মন্দিরের জমি উদ্ধারের দাবিতে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের তরফে একজোট হয়ে আন্দোলনের প্রস্তুতির কথাও শোনা যাচ্ছে।
এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।