আন্তর্জাতিক

ভারত-পাকিস্তান সংঘাতের প্রেক্ষাপটে পারমাণবিক আতঙ্ক: তৃতীয় বিশ্বযুদ্ধের শঙ্কায় বিশ্ববাসী

  প্রতিনিধি 8 May 2025 , 10:19:35 প্রিন্ট সংস্করণ

বিশেষ প্রতিনিধি, মোঃ মিন্টু:

পারমাণবিক শক্তিধর প্রতিবেশী দুই দেশ—ভারত ও পাকিস্তানের সাম্প্রতিক উত্তেজনার ফলে পুরো দক্ষিণ এশিয়ায় সৃষ্টি হয়েছে যুদ্ধের শঙ্কা। বিমান হামলার ঘটনার পর সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে চরম আতঙ্ক ও বিভ্রান্তি।

মানবসভ্যতা যেন আবারও তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে। যুদ্ধবাজ রাষ্ট্রগুলোর মারণাস্ত্রের মহড়া বিশ্বকে ঠেলে দিচ্ছে এক অনিশ্চিত বিপর্যয়ের দিকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের তুলনায় বর্তমানে বিশ্বের হাতে রয়েছে আরও ভয়াবহ ও শক্তিশালী অস্ত্র—দূরপাল্লার মিসাইল, পরমাণু যুদ্ধজাহাজ, স্যাটেলাইট গোয়েন্দাগিরি, আকাশ থেকে আঘাত হানার সক্ষমতা।

একটি মাত্র সুইচ টিপলেই ধ্বংস হয়ে যেতে পারে হাজার মাইল দূরের কোনো সভ্যতা। এখন পর্যন্ত পৃথিবীতে ৮টি দেশ প্রায় ২০৫৬ বার পারমাণবিক বিস্ফোরণ ঘটিয়েছে, যার অর্ধেকই করেছে যুক্তরাষ্ট্র।

পারমাণবিক শক্তিধর ৮টি দেশ হলো:

যুক্তরাষ্ট্র, রাশিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স, চীন, ভারত, পাকিস্তান ও উত্তর কোরিয়া। ২০১৯ সালের হিসাবে এই দেশগুলোর কাছে রয়েছে প্রায় ১৩,৮৬৫টি পারমাণবিক অস্ত্র—যার ৯০ শতাংশই যুক্তরাষ্ট্র ও রাশিয়ার দখলে।

লিটল বয় ও হিরোশিমা: ইতিহাসের ভয়ঙ্কর দিন

১৯৪৫ সালের ৬ আগস্ট। সকাল ৮:১৫ টা। জাপানের হিরোশিমা শহরের আকাশে দেখা দেয় বি-২৯ বিমান ‘এনোলা গে’। মুহূর্তেই ‘লিটল বয়’ নামক পারমাণবিক বোমাটি শহরের ওপর নিক্ষেপ করা হয়। চোখের পলকে ধ্বংস হয় গোটা শহর। প্রায় ১,১৮,৬৬১ জন নিহত হন, যার মধ্যে সামরিক বাহিনীর সদস্য ছিলেন প্রায় ২০,০০০।

নাগাসাকিতে ‘ফ্যাটম্যান’ বিস্ফোরণ

৯ আগস্ট, ১৯৪৫—আরেকটি ভয়াবহ দিন। নাগাসাকিতে নিক্ষিপ্ত হয় আরও শক্তিশালী বোমা “ফ্যাটম্যান”। এতে তাৎক্ষণিকভাবে প্রায় ৪০,০০০ মানুষ নিহত হয় এবং কয়েক লক্ষ মানুষ পরবর্তীতে বিকিরণজনিত অসুস্থতায় ভোগে।

যুদ্ধ মানেই ধ্বংস, আর্তনাদ ও মৃত্যু

যুদ্ধ কোনো সমাধান নয়। তা কেবলই নিয়ে আসে রক্ত, দুর্ভিক্ষ ও ধ্বংস। দ্বিতীয় বিশ্বযুদ্ধ যেমন বিশ্ববাসীকে শিখিয়েছে শান্তির প্রয়োজনীয়তা, তেমনি বর্তমান পরিস্থিতিতেও বিশ্ব একযোগে যুদ্ধবিরোধী অবস্থানে দাঁড়িয়েছে।

বিশ্বজুড়ে আজ শান্তির জন্য চলছে সম্মিলিত প্রচেষ্টা। যুদ্ধবাজ ও অস্ত্রব্যবসায়ীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলছে সাধারণ মানুষ। মানবতার রক্ষায় বিশ্ববাসী আজ সোচ্চার—শান্তির এক অদম্য সৈনিক।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ