অন্যান্য

আধিপত্য বিস্তার নিয়ে নাসিরনগরে দুই গোষ্ঠীর সংঘর্ষে যুবক নিহত, আহত-৩০

  প্রতিনিধি 6 July 2025 , 1:11:50 প্রিন্ট সংস্করণ

মোঃ কাউছার আহমেদ ব্রাহ্মণবাড়ীয়া প্রতিনিধিঃ

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর লোকদের মধ্যে সংঘর্ষে সোহরাব মিয়া-(২৮) নামে এক যুবক নিহত এবং উভয়পক্ষে কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। এ সময় চাতলপাড় বাজারের একটি রড-সিমেন্টের দোকানসহ ৫ টি দোকান ব্যাপক ভাংচুর ও লুটতরাজ করা হয়।

স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, চাতলপাড় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম মোহাম্মদ আলীর গোষ্ঠীর সাথে একই এলাকার মোল্লা গোষ্ঠীর লোকদের বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। এসব বিরোধের জেরে অতীতে দুই গোষ্ঠীর লোকদের মধ্যে একাধিবার সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয়ভাবে বিচার শালিসের মাধ্যমে কিছু বিরোধ নিষ্পত্তিও হয়েছে।

পূর্ব বিরোধের জেরে শনিবার দুপুরে চাতলপাড় বাজারে দুই গোষ্ঠীর লোকজন দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। প্রায় ঘন্টাব্যাপী সংঘর্ষে সোহরাব মিয়া নামক এক যুবক নিহত এবং উভয়পক্ষের কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন।

নিহত সোহরাব মিয়া মোল্লা গোষ্ঠীর লোক। তিনি চাতলপাড় ইউনিয়নের চাতলপাড় গ্রামের চান মিয়ার ছেলে।

আহতদের বেশীরভাগই কিশোরগঞ্জ জেলা সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি হয়েছেন। আহতদের মধ্যে নেয়ামুল মিয়া, বাবুল মিয়া, সুরাফ মিয়া, মোতাহার মিয়া, তালেব মিয়া, আশিক মিয়া, আলাউদ্দিন, ইউসুফ মিয়া, হাফিজ মিয়া, সিরাজুল ইসলাম, দুরস মিয়া ও জলি মিয়ার নাম জানা গেছে।

এদিকে সোহরাব খুন হওয়ার পর মোল্লা গোষ্ঠীর লোকজন চাতলপাড় বাজারে প্রতিপক্ষের ৫ টি দোকান ভাংচুর ও লুটতরাজ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

এ ব্যাপারে চাতলপাড় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম মোহাম্মদ আলীর গোষ্ঠীর (উল্টা গোষ্ঠীর) মোঃ আলাউদ্দিন বলেন, মোল্লা গোষ্ঠীর লোকজন সুযোগ পেলেই আমাদের গোষ্ঠীর লোকদেরকে মারধোর করতো। এর জেরে আজ শনিবার চাতলপাড় বাজারে সংঘর্ষের ঘটনা ঘটে। হামলার সময় মোল্লা গোষ্ঠীর লোকজন বাজারে থাকা আমাদের গোষ্ঠীর লোকজনের দোকানপাট ভাংচুর ও লুটতরাজ করে।

এ ব্যাপারে মোল্লা গোষ্ঠীর মোতাহার হোসেন বলেন, উল্টা গোষ্ঠীর লোকজন বাজারে আমাদের গোষ্ঠীর লোকদের উপর অতর্কিত হামলা করলে দুইপক্ষের সংঘর্ষ বাঁধে। সংঘর্ষ চলাকালে তারা আমাদের গোষ্ঠীর সোহরাবকে টেটা দিয়ে আঘাত করে হত্যা করে।

এ ব্যাপারে চাতলপাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম বলেন, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দুই গোষ্ঠীর লোকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। পুরানো বিরোধের জেরে শনিবার দুপুরে চাতলপাড় বাজারে দুই গোষ্ঠীর লোকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে মোল্লা গোষ্ঠীর সোহবার নিহত ও উভয়পক্ষের কমপক্ষে ৩০ জন আহত হন। সোহরাব খুন হওয়ার পর মোল্লা গোষ্ঠীর লোকজন বাজার্ প্রতিপক্ষের ৫ টি দোকান ভাংচুর ও লুটতরাজ করে।

এ ব্যাপারে নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আজহারুল ইসলাম বলেন, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে একজন নিহত ও ১০/১২ জন আহত হয়েছেন। আমরা নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করেছি। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রনে আছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ