প্রতিনিধি 10 October 2024 , 5:32:39 প্রিন্ট সংস্করণ
নভেম্বরের শেষ সপ্তাহে সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে আবুধাবি টি-টেন লিগের অষ্টম আসর। সেই টুর্নামেন্টে বাংলা টাইগার্সের হয়ে খেলবেন অলরাউন্ডার সাকিব আল হাসান। দলটির আইকন প্লেয়ার হিসেবে খেলবেন মিস্টার সেভেন্টি ফাইভ। একই দলে দেখা যাবে আফগান অলরাউন্ডার রশিদ খানকেও। বৃহস্পতিবার (১০ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে সাকিবের ছবি পোস্ট করে এমনটা জানানো হয়। অপরদিকে, এই দলে খেলার জন্যে রশিদের সঙ্গেও চুক্তি করেছে বাংলা টাইগার্স।সবশেষ আসরের চ্যাম্পিয়ন নিউ ইয়র্ক স্ট্রাইকার্সের হয়ে চুক্তিবদ্ধ হলেও খেলেননি আফগান লেগ স্পিনার রশিদ। এবারের আসরে বাংলা টাইগার্স দলে সাকিব-রশিদের পাশাপাশি আরও দেখা যাবে ইফতেখার আহমেদ, লাইম লিভিংস্টোন ও হযরতুল্লাহ জাজাইকে। উল্লেখ্য, টি টেন লিগের এবারের আসর মাঠে গড়াবে আগামী ২১ নভেম্বর। চলবে ২ ডিসেম্বর পর্যন্ত। টুর্নামেন্টে অংশ নেবে ৮টি দল। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে।