অন্যান্য

অমর আলেম, ন্যায়ের যোদ্ধা: আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর অম্লান জীবন

  প্রতিনিধি 14 August 2025 , 12:06:50 প্রিন্ট সংস্করণ

কে.এম.মোজাপ্ফার হুসাইনঃ বাংলাদেশের মুসলিম উম্মাহর হৃদয়ে চিরস্মরণীয় একজন আলেম, চিন্তাবিদ ও সমাজনেতা ছিলেন আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী। তিনি শুধু ধর্মের আলো ছড়াননি, বরং মানবতার, ন্যায়ের ও সত্যের জন্যও লড়েছেন। আজ তাঁর জীবনকাহিনী আমাদের শেখায় অবিচল আত্মবিশ্বাস, সাহস ও ত্যাগের মহিমা।

শৈশব ও শিক্ষা:

১৯৪০ সালের ১ ফেব্রুয়ারি পিরোজপুর জেলার সাঈদখালী গ্রামে জন্ম নেন। প্রাথমিক শিক্ষা পিতার প্রতিষ্ঠিত মাদ্রাসায় গ্রহণের পর খুলনা ও ছারছিনা আলিয়া মাদ্রাসায় শিক্ষাজীবন চালিয়ে যান। ১৯৬৪ সালে কামিল পাশ করে নিজেকে ইসলামী তত্ত্ব, ধর্ম, দর্শন, বিজ্ঞান ও রাজনীতি বিষয়ে নিবেদিত করেন।

পারিবারিক ও মানবিক জীবন:

মায়ের নাম গুলনাহার বেগম, পিতা ইউসুফ সাঈদী। চার সন্তান রফিক, শামীম, মাসুদ ও নাসিম—সাথে ছিলেন তাঁর জীবনসঙ্গী। পরিবারে তিনি ছিলেন আদর্শ পিতা ও মানবিক পথপ্রদর্শক।

ধর্ম ও সমাজে অবদান:

১৯৬৭ সাল থেকে ইসলামের প্রচার ও দাওয়াতে নিবেদিত জীবনযাপন। ‘তাফসিরে সাঈদী’সহ অসংখ্য গ্রন্থ লিখে তাফসীর ও ইসলামিক জ্ঞান ছড়িয়ে দিয়েছেন। মানুষকে শিক্ষিত করার পাশাপাশি অসংখ্য মাদরাসা প্রতিষ্ঠা করে সমাজের অন্ধকার দূর করেছেন।

রাজনৈতিক ও ন্যায়পরায়ণ নেতৃত্ব:

১৯৭৯ সালে জামায়াতে ইসলামীতে যোগদান করে ১৯৮৯ সালে মজলিসে শূরার সদস্য নির্বাচিত। পরে নায়েবে আমির হিসেবে দায়িত্ব পালন। দেশের ন্যায়ের, ইসলামের ও মানুষের অধিকার রক্ষায় তিনি ছিলেন অদম্য কণ্ঠস্বর।

সাহিত্য ও গবেষণা:

৫৮৪ পৃষ্ঠার ‘সীরাতে সাইয়্যেদুল মুরসালিন’সহ ৭৭টিরও বেশি গ্রন্থ রচনা। কোরআন, হাদিস, মানবাধিকার, শ্রমিক অধিকার ও জঙ্গিবাদ দমনের বিষয়ে তাঁর লেখা আজও পথপ্রদর্শক। তাঁর তফসীর ও গবেষণা বাংলাদেশের ইসলামী শিক্ষা ও চিন্তাধারায় অম্লান প্রতীক।

অবিচল সাহস ও সংগ্রাম:

শহীদ আল্লামা সাঈদী ছিলেন ষড়যন্ত্র ও অন্যায়ের বিরুদ্ধে কখনো নত নয়। সাজানো মামলায় কারাগারে বন্দি হওয়া, মৃত্যুদণ্ডের মুখোমুখি হওয়া তবু তিনি মানবতার, ন্যায়ের ও ইসলামের পথ থেকে বিচ্যুত হননি। তাঁর জীবনে লড়াই ও ত্যাগের গল্প আজও আমাদের জন্য অনুপ্রেরণা।

আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী ছিলেন আলেম, সমাজনেতা, বিপ্লবী চিন্তাবিদ এবং মানবতার প্রতীক। তাঁর জীবন আমাদের শেখায় সত্য, ন্যায় ও মানবতার জন্য লড়াই কখনো বৃথা যায় না। আজও তাঁর শিক্ষণীয় জীবন ও ত্যাগ বাংলাদেশের মুসলিম উম্মাহর হৃদয়ে অম্লান আলো হিসেবে জ্বলছে।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ