প্রতিনিধি 17 August 2025 , 3:48:27 প্রিন্ট সংস্করণ
মনিরামপুর (যশোর)প্রতিনিধি: যশোরের মনিরামপুরে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বোমা হামলাসহ বিভিন্ন মামলায় আওয়ামী লীগ নেতাসহ ১২জনকে গ্রেফতার করেছে। শুক্রবার ও শনিবার রাতভর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ এদেরকে গ্রেফতার করে। তাদেরকে পুলিশ আদালতে চালান দেয়।
পুলিশ ও এলাকাবাসী জানায়, পুলিশ বিশেষ অভিযান চালিয়ে মণিরামপুর পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমানের ব্যবসা প্রতিষ্ঠানে বোমা হামলা মামলার পলাতক আসামি খেদাপাড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুল বেপারী, মনোহরপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল মালেক গাজীকে গ্রেফতার করে। এছাড়া অপর একটি মামলার ওয়ারেন্টভূক্ত আসামি পৌরশহরের জয়নগর এলাকার ইব্রাহিম খলিল, মাহমুদকাটি গ্রামের সাখাওয়াত হোসেন, কুলটিয়া গ্রামের স্বপন রায়, প্রানেশ রায়, তাজপুর গ্রামের রুহুল আমিন, এনায়েতপুর গ্রামের হুমায়ুন কবির, লক্ষনপুর গ্রামের আহাদ আলী, কদমবাড়ীয়া গ্রামের রবিউল ইসলাম এবং নারী ও শিশু নির্যাতন মামলার আসামি ডুমুরখালি গ্রামের তুহিন হোসেনকে গ্রেফতার করা হয়। এছাড়া পুলিশ ৪০ পিচ ইয়াবাসহ তারিকুল ইসলাম নামে এক যুবককে গ্রেফতার করে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদক দ্রব্য আইন মামলা করা হয়। থানার অফিসার ইনচার্জ বাবলুর রহমান খান জানান, আটককৃতদের আদালতে চালান দেওয়া হয়।