প্রতিনিধি 22 August 2025 , 4:02:50 প্রিন্ট সংস্করণ
ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠি সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের বাউকাঠি গ্রামে পুকুরপাড় থেকে সোহেল কারিগর (৩০) নামের এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২২ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে স্থানীয়রা মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায়।
নিহত সোহেল কারিগর ঝালকাঠি সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের বাউকাঠি গ্রামের মৃত জিন্নাত আলী কারিগরের ছেলে। জীবিকার তাগিদে তিনি বহুদিন ধরে ঝালকাঠি বাসস্ট্যান্ড এলাকায় ফিসারি অফিসের পাশে একটি দোকান ভাড়া নিয়ে মোটরযানের যন্ত্রাংশ মেরামতের কাজ করতেন।
স্থানীয়রা জানান, সকালে রনি তালুকদার নামে এক ব্যক্তি ঘাস কাটতে গিয়ে পুকুর পাড়ে রক্তাক্ত ও গলাকাটা অবস্থায় মরদেহ দেখতে পান। পরে তিনি দফাদার আক্কাস আলী ফরাজীকে বিষয়টি জানান। ধারণা করা হচ্ছে, বৃহস্পতিবার দিবাগত রাতে দুর্বৃত্তরা তাকে হত্যা করে মরদেহ ফেলে রেখে যায়।
নিহতের বড় ভাই হায়দার বাদশা বলেন, প্রায় দেড় বছর আগে আমার ভাইকে হত্যার চেষ্টা করা হয়েছিল। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। আজ আবার কে বা কারা আমার ভাইকে হত্যা করল তা জানি না। আমি ভাই হত্যার বিচার চাই।
ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় মামলা নেয়া হবে।