অন্যান্য

হালুয়াঘাটে স্বাক্ষর জালিয়াতির অভিযোগে বনপাড়া স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ গ্রেপ্তার

  প্রতিনিধি 1 September 2025 , 12:35:47 প্রিন্ট সংস্করণ

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি :

ময়মনসিংহের হালুয়াঘাটে স্বাক্ষর জালিয়াতির অভিযোগে বনপাড়া স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ইমদাদুল হককে আটক করেছে পুলিশ।
রবিবার রাতে কলেজের একটি কক্ষ থেকে তাঁকে আটক করা হয়। পরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের অফিস সহকারী মো. আবুল হাসানাত রনি বাদী হয়ে হালুয়াঘাট থানায় জাল জালিয়াতি ও প্রতারণার মামলা দায়ের করেন।
মামলার অভিযোগে জানা যায়, গত ৩০ জানুয়ারি উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) স্বাক্ষর স্ক্যান করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা ময়মনসিংহ অঞ্চলের পরিচালক বরাবর এমপিও ভুক্তির আবেদন পাঠানো হয়।
উপজেলা নির্বাহী অফিসার আলীনূর খান বলেন, “আমার ও জেলা প্রশাসকের স্বাক্ষর জাল করার প্রমাণ পাওয়া গেছে।”
হালুয়াঘাট থানার ওসি হাফিজুল ইসলাম হারুন জানান, গ্রেপ্তারকৃত অধ্যক্ষকে সোমবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ