জেমস আব্দুর রহিম রানা:
যশোরের মণিরামপুর উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাড. শহীদ ইকবাল হোসেন শনিবার দিনভর যশোরের মণিরামপুর উপজেলার বন্যাকবলিত ভবদহ এলাকার মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ, সনাতন ধর্মাবলম্বীদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় ও দুর্গামন্দির পরিদর্শন করেছেন। তিনি মণিরামপুর উপজেলার মনোহরপুর ইউনিয়নের বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন।
এসময় তার সফর সংঙ্গী ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক খান শফিয়ার রহমান, পৌর বি এন পির সভাপতি খায়রুল হোসেন, সিনিয়র সহ সভাপতি সন্তোষ সর, পৌর বি এন পির আহবায়ক মফিজুর রহমান, সাধারন সম্পাদক আব্দুল হাই, এ্যডঃ মকবুল হোসেন, থানা ছাত্রদলের আহবায়ক মোঃ ওলিয়ার রহমান, পৌর ছাত্রদলের আহবায়ক কামরুল ইসলাম প্রমুখ।
নেতৃবৃন্দ দুর্গা মন্দির পরিদর্শন শেষে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন।
এসময় উপস্থিত ছিলেন মনোহরপুর ইউনিয়ন চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির আহবায়ক আক্তার ফারুক মিন্টু, ১ নং ওয়ার্ড মেম্বার মোস্তফা গাজী, ৩ নং ওয়ার্ড মেম্বার সিরাজুল ইসলাম ফকির, মনোহরপুর ইউনিয়ন ছাত্র দলের সাবেক সভাপতি আসাদুল ইসলাম আসাদ, মনোহরপুর ইউনিয়ন ছাত্র দলের সভাপতি রাসেল হোসেন, মনোহরপুর ইউনিয়ন ছাত্র দলের সাধারণ সম্পাদক মোঃ শিহাব উদ্দিন, মনোহরপুর ইউনিয়ন যুবদলের সভাপতি ইউনুস আলী মোল্লা, দুর্বোডাঙ্গা ইউনিয়ন ছাত্র দলের সভাপতি কবির হোসেন, মনিরামপুর থানা পৌর ও ইউনিয়ন ছাত্র দল যুবদল ও বিএনপি নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
পরে বি এন পি নেতা এ্যাডঃ শহীদ মোহাম্মদ ইকবাল হোসেন নেহালপুর ইউনিয়নের সকল পূজা মন্দির পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন নেহালপুর ইউনিয়ন বি এন পির সভাপতি ডাঃ বজলুর রহমান, সাধারন সম্পাদক খলিলুর রহমান, যুগ্ম সম্পাদক নাজুল হুদা, হরিচাঁদ মল্লিক, সিদ্দিকুজ্জামান সহ যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, কৃষকদল সহ সকল অংঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও এলাকার সুধীজন মিলে মন্দির পরিদর্শনে অংশ গ্রহন করেন। এ্যাডঃ শহীদ ইকবাল হোসেন বলেন, মণিরাপুরের ৯০ টি মন্দিরে এ বছর সনাতন ধর্মাবলম্বীরা মনোরম ও শান্তিপুর্ণভাবে পুজা উদযাপন করছেন। এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রিতিকর ঘটনার সংবাদ পাইনি এবং প্রতিমা বিসর্জনের আগ পর্যন্ত বি এন পির সকল নেতা কর্মী সহযোগিতা করে যাবে।