প্রতিনিধি 4 September 2025 , 12:11:17 প্রিন্ট সংস্করণ
স্টাফ রিপোর্টার
মাদারীপুরের রাজৈর এ রাজৈর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে, আজ্ ০৩ সেপ্টেম্বর ২০২৫ ইং তারিখ বৃহস্পতিবার বেলা ১২ টার সময়, ঢাকা – বরিশাল মহাসড়কের শানের পাড় এ আনন্দ+ উল্লাস ও উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে বর্নাঢ় রেলী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বেলা ১২ টার সময়,বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এর কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক , হিমেল আর ইমরান এর নেতৃত্বে এক বিশাল বর্ণাঢ্য রেলী, শানের পাড় থেকে সড়ক – মহাসড়ক সহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রাজৈর থানার মোড় এসে রালীটি শেষ হয়।
রালী পরবর্তী পথ সভায় বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া পরিষদের জেলা শাখার সভাপতি, আজিজুর মোল্লার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ, হিমেল আর ইমরান।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের রাজৈর উপজেলা শাখার সদস্য সচিব সোহেল মাতুব্বর, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এর রাজৈর উপজেলা শাখার সদস্য সচিব, তরিকুল ইসলাম,, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এর রাজৈর পৌর সভার শাখার সদস্য সচিব সোহাগ সরদার প্রমূখ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে , উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন, বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ আরো অনেকে।