প্রতিনিধি 11 September 2025 , 8:00:22 প্রিন্ট সংস্করণ
সীতাকুণ্ড (চট্টগ্রাম)প্রতিনিধি:
চট্টগ্রামের সীতাকুণ্ডের সাবেক এমপি দিদারুল আলমের ব্যাংকে হাজার কোটি টাকার ‘সন্দেহজনক’ লেনদেন এবং ঘুষ-দুর্নীতির মাধ্যমে সম্পদ অর্জনে আওয়ামী লীগ দলীয় সাবেক এমপি দিদারুল আলম ও তার স্ত্রী ইসমাত আরার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুদকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মো. আব্দুল মালেক সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম-১ এ আলাদাভাবে দুটি মামলা দায়ের করেছেন।
এর মধ্যে একটি মামলায় শুধুমাত্র দিদারুল আলমকে আসামি করা হয়েছে। আরেকটি মামলায় স্ত্রী ইসমত আরা বেগমের সঙ্গে দিদারুলকেও আসামি করা হয়েছে।
দিদারুল আলম বিগত আওয়ামী লীগ সরকারের আমলে চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড ও নগরীর একাংশ) আসন থেকে ২০১৪ সালে ও ২০১৮ সালে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ২০২৪ সালের নির্বাচনে তাকে মনোনয়ন দেওয়া হয়নি। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আত্মগোপনে আছেন তিনি।
গত ২০১০-১১ থেকে ২০২৪-২৫ অর্থবছর পর্যন্ত আয়কর নথিতে তিনি এমপি ভাতা, জাহাজ ভাঙা ও ক্যারিং ব্যবসা, মালিকানাধীন ব্যাংকের লভ্যাংশ, মাছ চাষ, জমি বিক্রি, ঘর ভাড়াসহ ২০টি খাত থেকে ৬৯ কোটি ৬২ লাখ ৭৩ হাজার ৪০৪ টাকা আয়ের তথ্য দেন। কিন্তু দুদক অনুসন্ধানে তার প্রদর্শিত আয়ের মধ্যে ১০ কোটি ৩ লাখ ৪৭ হাজার ৯২৮ টাকার সম্পদের কোনো উৎস পায়নি। এ হিসেবে তার বৈধ সম্পদের পরিমাণ ৪৩ কোটি ৬২ লাখ ৫০ হাজার ৪০১ টাকা।
আয়কর নথিতে তিনি ব্যয়ের পরিমাণ উল্লেখ করেন ১৫ কোটি ৯৬ লাখ ৭৫ হাজার ৭৫ টাকা। তাহলে ব্যয় বাদে তার নীট আয় বা সঞ্চয় ৫৩ কোটি ৬৫ লাখ ৯৮ হাজার ৩২৯ টাকা। কিন্তু দুদক অনুসন্ধানে তার নীট সম্পদের মূল্য পেয়েছে ৫৭ কোটি ৬০ লাখ ৮৯ হাজার ৭০৮ টাকা। অর্থাৎ অর্জিত সম্পদের চেয়ে তার জ্ঞাত আয়ের উৎস ১৩ কোটি ৯৮ লাখ ৩৯ হাজার ৩০৭ টাকা কম পাওয়া গেছে।
এছাড়া দুদক দিদারুল আলমের ২০টি ব্যাংক হিসেব যাচাই করে ৪৭৫ কোটি ৯৮ লাখ ২৭ হাজার ৫৪৩ টাকা জমা ও ৪৭২ কোটি ৯০ লাখ ৫৬ হাজার ১৯৫ টাকা উত্তোলনের তথ্য পায়। অর্থাৎ তিনি মোট ৯৪৮ কোটি ৮৮ লাখ ৮৩ হাজার ৮৩৮ টাকা আয়ের উৎস আড়াল করে হস্তান্তর ও স্থানান্তর করেছেন।
দুদক আইন ২৭ (১), দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ (২) ও মানিলন্ডারিং আইনের ৪ (২) ও ৪ (৩) ধারায় মামলাটি করা হয়েছে।
অবৈধ সম্পদ ভোগদখলে রাখায় ইসমত আরার বিরুদ্ধে দুদক আইনের ২৭ (১) এবং অসৎ উপায়ে অর্জিত অর্থ স্ত্রীর নামে রেখে ভোগদখল করায় দিদারুল আলমের বিরুদ্ধে দণ্ডবিধির ১০৯ ধারায় মামলাটি করা হয়েছে।