মিথ্যা কথায় মন ভোলানোর পাত্রী নন ভূমি পেডনেকর। কোনো বিষয়ে লুকোচুরির আশ্রয়ও নেন না এই বলিউড অভিনেত্রী। সাদাকে ‘সাদা’ এবং কালোকে ‘কালো’ বলাই তাঁর স্বভাব। তাই যখনই কোনো বিষয়ে মন্তব্য করেন, তখন তা নিয়ে নেটিজেনদের মধ্যে নানা আলোচনার জন্ম হয়।
এবার তেমনই এক আলোচনার জন্ম দিয়েছেন সিনেমার চরিত্র উপস্থাপন নিয়ে নিজ মন্তব্য তুলে ধরে। এ নিয়ে ভূমির অকপট স্বীকারোক্তি– বলিউড চরিত্রগুলো সত্যিকার অর্থেই অবাস্তব বলে মনে হয়। কারণ বেশির ভাগ চরিত্রে থাকে মেকি সৌন্দর্য, যা রক্ত-মাংসের মানুষগুলো থেকে অনেকটা আলাদা।
ভারতীয় সংবাদমাধ্যমে এ অভিনেত্রী বলেছেন, ‘সিনেমা যে কোনো ধরনের বেঞ্চমার্ক সেট করতে একটি বড় ভূমিকা পালন করে। এটি কেবল ফ্যাশনের মধ্যে সীমাবদ্ধ নয়। বেশির ভাগ সময় পর্দায় আমরা যা দেখি, তাই নির্দিষ্ট চরিত্রগুলোর প্রকৃত আদল তুলে ধরে না। মনে রাখতে হবে, সিনেমা বিপুল সংখ্যক মানুষকে প্রভাবিত করতে পারে এবং সঠিকভাবে ব্যবহার করলে এটি সত্যিই খুব ইতিবাচক প্রভাব ফেলে। কিন্তু আমার চোখে যা ধরা দেয়, তাহলো– বছরের পর বছর ধরে আমাদের সিনেমাগুলো অবাস্তব সৌন্দর্যের মান নির্ধারণ করেছে।’
সম্প্রতি ল্যাকমে ফ্যাশন উইকে অংশ নিয়ে ভূমি বলিউড সিনেমার ফ্যাশন নিয়ে নিজের এই মত তুলে ধরেছেন। একই সঙ্গে এও জানিয়েছেন, ফ্যাশন হলো আত্ম-অভিব্যক্তির একটি রূপ। সেই সত্যিটা তাঁর কাছে আরও স্পষ্ট হয়েছে বলিউডে কাজ করার সুবাদে। ২০১৫ সালে ‘দম লাগা কে হাইশা’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন ভূমি, তখন থেকে শুরু করে এখনও তাঁর ফ্যাশন চিন্তাধারা ক্রমাগত বিকশিত হচ্ছে বলেই মনে করেন।
তাঁর কথায়, ‘ফ্যাশন এবং সৌন্দর্যের ক্ষেত্রে আমার স্বাদ বছরের পর বছর ধরে ব্যাপকভাবে পরিবর্তিত হয়েছে, এটি এক্সপোজার, অ্যাক্সেস এবং কিছু মানুষের সান্নিধ্যে থাকার কারণে। যারা সৌন্দর্যের জগতে প্রবেশ করা নিয়ে আমার দৃষ্টিভঙ্গি খুলে দিয়েছে। তাই কখন গ্ল্যামার আর কখন উগ্র ফ্যাশনকে প্রাধান্য দিতে হবে তা সহজেই বুঝে নিতে পারি।’