প্রতিনিধি 18 October 2024 , 3:51:13 প্রিন্ট সংস্করণ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর ১৭ নং জগন্নাথপুর ইউনিয়নের উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। প্রায় ১৭ বছর পর খোলা ময়দানে প্রকাশ্যে জামায়াতের আয়োজিত সম্মেলনে অসংখ্য কর্মী জমায়েত দেখা গেছে।
শুক্রবার (১৮ অক্টোবর) বিকেল ৩ টায় জামায়াতে ইসলামীর ১৭ নং জগন্নাথপুর ইউনিয়নের ব্যানারে দৌলতপুর এস কে বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এই সম্মেলন আয়োজন করা হয়।জুম্মার নামাজের পর ১৭ নং জগন্নাথপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে কর্মীরা সম্মেলনে যোগ দেন।
মাওলানা মোঃ মাহফুজ আল আজাদীর সঞ্চালনায়
১৭ নং জগন্নাথপুর ইউনিয়ন জামায়েতের সভাপতি হাফেজ মোহাম্মদ আব্দুর রশিদের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, কেন্দ্রীয় মজলিসের সুরার সদস্য ও ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির মাওলানা মোঃ আব্দুল হাকিম।
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঠাকুরগাঁও সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও জেলা জামায়াতের সেক্রেটারি মোঃ আলমগীর হোসেন, ঠাকুরগাঁও সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. সোলায়মান হোসেন,
আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন,ঠাকুরগাঁও সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি মিজানুর রহমান,মো. এস.এম আদিউদ ইসলাম,ঠাকুরগাঁও সদর উপজেলা সহকারি সেক্রেটারি বাংলাদেশ জামায়াতে ইসলামী,মাওলানা মুনছুর আলী,মাওলানা এহতেশামুল হক সহ আরো অনেকে।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আব্দুল হাকিম বলেল এই ১৬ বছরের স্বৈরাশাসক এই দেশে জুলুম ও অত্যাচারে চালিয়েছে এবং সকল রাজনৈতিক দলের উপর নির্যাতন চালিয়েছে।কিন্তু সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে ইসলামপন্থী মানুষ ও ইসলামিক দল।